গুগল ফটোজ ব্যবহারকারীদের জন্য ‘আনডু ডিভাইস ব্যাকআপ’ নামে একটি সুবিধা চালু করা হয়েছে। এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা যন্ত্রে থাকা ছবি বা ভিডিও মুছে না ফেলেই সেগুলো গুগল ফটোজ ব্যাকআপ থেকে সরিয়ে ফেলতে পারবেন।
অনেক সময় ব্যবহারকারীরা গুগল ফটোজ থেকে নির্দিষ্ট কিছু ফটো বা ভিডিও মুছে ফেলতে চান, কিন্তু সেগুলো যন্ত্রে সংরক্ষণ করে রাখতে চান। তাঁদের জন্য নতুন এই সুবিধা বিশেষভাবে সহায়ক হবে। তবে গুগল জানিয়েছে, একবার গুগল ফটোজ ব্যাকআপ সরিয়ে ফেললে সেই যন্ত্রে ফটোজের স্বয়ংক্রিয় ব্যাকআপ অপশন বন্ধ হয়ে যাবে।
এ সুবিধা ব্যবহারও বেশ সহজ। প্রথমে গুগল ফটোজ অ্যাপ চালু করতে হবে। এবার ওপরের ডান কোণে থাকা প্রোফাইল আইকনে ট্যাপ করতে হবে। এরপর গুগল ফটোজ সেটিংসে গিয়ে ব্যাকআপ অপশনটি নির্বাচন করতে হবে। স্ক্রল করে নিচে গিয়ে ‘আনডু ব্যাকআপ ফর দিজ ডিভাইস’ বাটনে ট্যাপ করতে হবে। এরপর ‘ডিলিট গুগল ফটোজ ব্যাকআপ’ বাটনে ট্যাপ করতে হবে।
গুগল জানিয়েছে, নতুন এই সুবিধা এখন কেবল আইওএস ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। তবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এটি খুব শিগগির উন্মুক্ত করা হবে।
সম্প্রতি গুগল ফটোজে আরও কিছু নতুন সুবিধা যোগ করা হয়েছে। ‘আপডেটস’ নামে একটি পেজ চালু করা হয়েছে। এই পেজে ব্যবহারকারীরা শেয়ার করা অ্যালবামের নতুন কার্যক্রম আরও সহজে দেখতে পারবেন। পাশাপাশি কোনো ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মাধ্যমে পরিবর্তিত হয়েছে কি না, তা জানার জন্য নতুন একটি সুবিধা পরীক্ষা করছে গুগল ফটোজ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।