বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সম্প্রতি গুগল এক ঘোষণায় জানায় ২০২১ সালের জুন থেকে ফ্রি ফটো ক্লাউড স্টোরেজ বন্ধ করা হবে। একটি বরাদ্দ স্টোরেজের পর স্পেস কিনতে টাকা খরচ করতে হবে। এত দিন পর্যন্ত প্রত্যেক ব্যবহারকারীই গুগল ফটোস স্টোরেজের ফ্রি সার্ভিস পেতেন। ফটো ক্লাউড স্টোরেজে আনলিমিটেড ব্যাক-আপের সুবিধা ছিল। এ বার ফটো ক্লাউড স্টোরেজে সর্বোচ্চ ১৫ জিবি পর্যন্ত জায়গা থাকবে।
এই পরিস্থিতিতে অন্য কোনও জায়গায় নিজেদের ছবি জমিয়ে রাখার কথা ভাবছেন ব্যবহারকারীরা। অনেকেই তাদের ছবি ও ফাইলগুলো অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছেন। এক্ষেত্রে আপনার মুশকিল আসান করবে গুগল টেকআউট। যার সাহায্যে, আপনি অন্যত্র ফাইল এক্সপোর্ট করতে পারবেন। গুগল অ্যাকাউন্টের অন্য অ্যাপ থেকে কোনও ডেটা মাস-সিলেক্ট বা আর্কাইভ করতে পারবেন। ফাইলগুলো ডাউনলোডও করতে পারবেন।
জেনে নিন গুগল টেকআউট এবং গুগল ফটো থেকে ছবি এক্সপোর্ট করবেন যেভাবে :
১. প্রথমেই দেখে নিন আপনি আপনার গুগল অ্যাকাউন্টে লগ-ইন করেছেন কি না। কারণ এখানেই সমস্ত তথ্য রয়েছে। এর পর টেকআউট.গুগল.কমে-লগ-ইন করুন।
২. একবার সাইটটি খুলে যাওয়ার পর প্রথমে ডিসিলেক্ট অল অপশনে ক্লিক করুন। যাতে অন্য গুগল অ্যাপ থেকে অন্যান্য তথ্যগুলো ডিলিট না হয়ে যায়, সেই জন্যই এই অপশন সিলেক্ট করতে হবে।
৩. এবার গুগল ফটোস সিলেক্ট করতে স্ক্রল ডাউন করুন।
৪. সিলেক্ট করার পর নিচের দিকে নেক্সট স্টেপে অপশনে ক্লিক করুন।
৫. এবার এই এক্সপোর্টের প্রক্রিয়াটি কত তাড়াতাড়ি হবে, সেটা নির্বাচন করতে হবে আপনাকে। এ ক্ষেত্রে দুটি অপশন পাবেন। এই দুটি অপশন হল এক্সপোর্ট ওয়ান্স এবং এক্সপোর্ট এভরি টু মান্থ ফর ওয়ান ইয়ার।
৬. এর পাশাপাশি কোন ফরম্যাটে এক্সপোর্ট করতে হবে, সেটাও দেখে নিতে হবে। এ ক্ষেত্রে ফাইল ফরম্যাট নির্বাচনের জন্য ডটজিপ ফাইলস বা ডটটিজেজেড ফাইলসের মধ্যে যে কোনও একটি অপশনকে বেছে নিতে হবে।
৭. এবার ক্রিয়েট এক্সপোর্ট অপশনে ক্লিক করতে হবে।
৮. প্রথম ধাপের এই কাজগুলো হয়ে গেলে আপনার আইডেন্টিটি ও সিলেকশন ডিসিশনকে ভেরিফাই করার জন্য জিমেইল অ্যাকাউন্টে একটি মেইল পাঠাবে গুগল। আপনাকে অ্যাপ্রুভ করতে হবে সেটা।
৯. এই অ্যাপ্রুভাল বা অনুমোদনের পর থেকেই ডেটা এক্সপোর্টের প্রক্রিয়াটি শুরু হয়ে যায়। পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত সময় নেয় গুগল। এক্ষেত্রে ডেটার সাইজের উপর নির্ভর করেই সময় বাড়ে বা কমে।
১০. পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে গেলে, একটি মেইলের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে সমস্ত ডেটা পাঠিয়ে দেবে গুগল।
১১. এবার আপনার স্মার্টফোন বা ল্যাপটপে ডাউনলোড করে নিতে পারেন এই ডেটা। পরে সময়-সুযোগ বুঝে অন্য কোনও ক্লাউড স্টোরেজে এগুলো আপলোড করে দিতে পারেন। কিংবা কোনও হার্ড ড্রাইভেও সেভ করে রাখতে পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।