গুগল বার্ডের যেসব সুবিধা নেই ওপেন এআই এ
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বার্ড ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেতে শুরু করেছে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তাটি এখনো কিছু সমস্যার মুখোমুখি হয়ে আছে। তাও কিছু কিছু বিষয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাটি টেক্কা দিয়েছে ওপেনএআই-কেও। কি সেই ফিচার? চলুন দেখে নেওয়া যাক।
ইন্টারনেট সুবিধা
চ্যাটজিপিটি ইন্টারনেটের সঙ্গে বাই ডিফল্ট সংযুক্ত নয়। কেউ যদি এক্সেস পেতে চায় তবে তাকে ওয়েব ব্রাউজিং সুবিধা ব্যবহার করে ব্যবহার করতে হবে। কিন্তু গুগল বার্ডের ক্ষেত্রে এই অসুবিধা নেই।
বার্ড এখন স্মার্টফোনেই ব্যবহার করা যাবে
ওপেনএআই ব্যবহার করতে হলে স্মার্টফোন ব্যবহার করা যায় না। কিন্তু বার্ডের ক্ষেত্রে আবার ওই ঝামেলা নেই। আপনি গুগলের সেটাপেই এটি ব্যবহার করতে পারবেন।
রেস্পন্সে পাবেন ছবি
চ্যাটজিপিটি খুব আকর্ষণীয় ঢঙে লেখা উপস্থাপন করতে পারে। তবে এটি এখনো কোনো ছবি জেনারেট করে দিতে পারে না উত্তর হিসেবে। গুগল বার্ড কিন্তু তা পারে।
বার্ডের সঙ্গে আছে অসংখ্য প্লাগিন
গুগল জানিয়েছে বার্ডের সঙ্গে ওয়ালমার্ট, স্পটিফাই, এডোব ফায়ারফ্লাই, উবার ইটস বাদেও অনেকগুলো প্লাগিন আসবে। চ্যাটজিপিতেও আছে এমন সুবিধা। কিন্তু সেজন্য আপনায় সাবস্ক্রিপশন সুবিধা আদায় করতে হবে।
ভয়েস প্রম্পট
চ্যাটজিপিটিতে গুগল বা ইমেজ প্রম্পটের কোনো সুবিধা নেই। কিন্তু বার্ডে এই প্রতিবন্ধকতা নেই। ফলে বার্ড ব্যবহারের অভিজ্ঞতাও হয় ভিন্ন।
এনহ্যান্স সার্চ
গুগল বার্ড আপনাকে তথ্য খোঁজার ক্ষেত্রে বাড়তি সুবিধা দেয়। আপনি অনেক রিস্পন্স পাবেন। এই বাড়তি সার্চের সুবিধাও কম নয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।