গুগল ম্যাপে পছন্দের জায়গা বুকমার্ক করবেন যেভাবে

গুগল ম্যাপে

গুগলের জনপ্রিয় ফিচার গুগল ম্যাপ এখন পুরোবিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে। বিশ্বের কোনো শহর কিংবা রাস্তা এখন আর অচেনা নয়।

গুগল ম্যাপে

চাইলে আপনার পছন্দের কোনো জায়গা বা প্রতিদিনের গন্তব্য বুকমার্ক করে রাখতে পারবেন। অর্থাৎ আপনি এমন কোনো জায়গায় গিয়েছেন, যা আবারও যেতে চান। এবার সেই জায়গাকে যখনই আপনি বুকমার্ক করে দেবেন, তখন তা নিজে থেকে ম্যাপে সেভ হয়ে যাবে। ফলে আর নতুন করে খুঁজতে হবে না। এমনকি সেই জায়গাটা ম্যাপে হারিয়েও যাবে না।

আপনি কম্পিউটার বা ল্যাপটপেও এই কাজ করতে পারবেন। যদি মোবাইল গুগল ম্যাপ ব্যবহার করেন, তাহলে তাতেও এই ফিচার ব্যবহার করতে পারবেন।

মোবাইলে যেভাবে করবেন-

✪ আপনার অ্যান্ড্রয়েড বা আইওএস ফোনে গুগল ম্যাপস অ্যাপ খুলুন।

✪ জুম ইন করে বা সার্চ বার ব্যবহার করে আপনি যে জায়গাটি সেভ করতে চান, তা খুঁজুন।

✪ এবার সেই জায়গাটি সম্পর্কে বিভিন্ন তথ্য পাবেন।
✪ আপনি স্ক্রিনের নিচে “সেভ” অপশনটি পাবেন। এটিতে ট্যাপ করে জায়গাটি সেভ করুন।

✪ কম্পিউটারের মতই, আপনার পছন্দের জায়গাগুলো সেভ করতে আপনাকে একটি তালিকা সিলেক্ট করতে হবে। আপনি চাইলে “নিউ লিস্ট”-এ ক্লিক করে নতুন তালিকা বানাতে পারেন।

দেখে নিন কম্পিউটার বা ল্যাপটপে কাজটি কীভাবে করবেন-

✪ আপনার কম্পিউটারের ব্রাউজারে maps.google.com এ যান।

✪ আপনি যে অবস্থানটি সেভ করতে চান তা খুঁজে পেতে সার্চ বার বা জুম ব্যবহার করুন।

✪ এবার একটি অ্যাড্রেস বক্স দেখতে পাবেন। তাতে সেই জায়গা সম্পর্কে সমস্ত তথ্য দেখানো হবে।

✪ অ্যাড্রেস বক্সের পাশে, আপনি একটি “সেভ” অপশন দেখতে পাবেন। এটিতে ক্লিক করুন এবং জায়গাটি সেভ করুন।

চলতি অর্থবছরে ৩৮ হাজার কোটি টাকা কৃষি ঋণ দেবে ব্যাংক

✪ এরপর আপনি একটি মেনু দেখতে পাবেন। সেই মেনুতে যে জায়গাটি আপনি সেভ করতে চান, সেটিকে সিলেক্ট করে নিন। আর যদি নতুন একটি তালিকা বানাতে চান, তাহলে “নিউ লিস্ট” অপশনে ক্লিক করতে হবে।