২০২২ সালের নভেম্বরে চ্যাটজিপিটির আত্মপ্রকাশের পর থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআইয়ের যুগ কার্যত শুরু হয়েই গিয়েছে। সেই পথে পা বাড়িয়েছে বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগল। তারা নিয়ে এসেছে অত্যাধুনিক এআই টুল জেমিনি। আর এবার জেমিনির এক নতুন ফিচার ঘিরে শোরগোল নেটভুবনে।
কী এই নতুন ফিচার? যে কোনও ছবিকে ৮ সেকেন্ডের ভিডিওয় রূপান্তরিত করা যাবে এই ফিচারের সাহায্যে। এবং সেটাও শব্দসমেত। তবে আপাতত এই ফিচার কেবল গুগল এআই আলট্রা ও প্রো ইউজারদের জন্য। জানা যাচ্ছে, এর জন্য প্রম্পট বক্সের টুল মেনু থেকে ‘ভিডিওজ’ সিলেক্ট করতে হবে এবং ছবিটি আপলোড করতে হবে। এরপর প্রম্পটে লিখতে হবে ভিডিও ও অডিওর ডেসক্রিপশন। ব্যাস, এতেই হবে কেল্লা ফতে। মনের মতো ভিডিও তৈরি হয়ে যাবে। এরপর ইচ্ছেমতো শেয়ার কিংবা ডাউনলোড করা যাবে।
যে নায়িকার প্রেমে পড়ে জীবনে বিয়েই করেননি রতন টাটা, কে সেই রহস্যময়ী প্রেমিকা?
প্রসঙ্গত, বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগলের অত্যাধুনিক এআই টুল জেমিনিকে ঘিরে বিতর্কেরও শেষ নেই। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, বৈষম্যমূলক আচরণ করার। এমনকী, গুগলের কৃত্রিম মেধা নাকি শ্বেতাঙ্গদের ছবি জেনারেট করতে চাইছে না! গুগলের যুগ্ম প্রতিষ্ঠাতা ও প্রাক্তন সভাপতি সার্গেই ব্রিন জানিয়েছিলেন, এই ধরনের সমস্যার পিছনে কারণ একটাই। যথাযথ পরীক্ষা নিরীক্ষার অভাব। আর সেই কারণেই ইমেজ জেনারেশনের ক্ষেত্রে বিশ্রী সব ভুল করে ফেলছিল জেমিনি। তবে আপাতত বিতর্ক থেকে সরে এসে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে সে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।