বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় ‘ম্যাপস’ অ্যাপে নতুন এক আপগ্রেড এনেছে প্রযুক্তি জায়ান্ট গুগল। এর ফলে, অনলাইনে ড্রোনের মতো বিভিন্ন শহরে উড়ে বেড়ানোর সুবিধা পাবেন ব্যবহারকারী।
‘দ্য ইমার্সিভ ভিউ’ নামের নতুন এই ফিচার চালু হয়েছে লন্ডন, লস অ্যাঞ্জেলস নিউ ইয়র্ক, স্যান ফ্রান্সিসকো ও টোকিও শহরে। এ ছাড়া, অন্যান্য বড় শহরেও ফিচারটি আনার পরিকল্পনা রয়েছে গুগলের।
“বিভিন্ন জায়গা অনুসন্ধানের পুরোপুরি নতুন উপায় হলো ইমার্সিভ ভিউ। কোনো জায়গা পরিদর্শনের আগেই এটি আপনাকে সেখানে উপস্থিত থাকার মতো অনুভূতি দেবে।” –এই আপডেট প্রকাশ করা এক ব্লগ পোস্টে বলেন গুগলের এক মহাব্যবস্থাপক ক্রিস ফিলিপস।
“কৃত্রিম বুদ্ধিমত্তা ও কম্পিউটিং খাতে অগ্রগতি ব্যবহার করে, ইমার্সিভ ভিউ কয়েকশ কোটি স্ট্রিট ভিউ ও আকাশ থেকে তোলা ছবির সমন্বয় করে বিশ্বের একটি সমৃদ্ধ, ডিজিটাল মডেল তৈরি করে। এ ছাড়া, আবহাওয়া, ট্রাফিক ও জায়গার ব্যস্ততা সম্পর্কেও সহায়ক তথ্য দেয় এটি।”
নতুন ফিচারটি বর্তমানে কেবল গুগল ম্যাপস অ্যাপের অ্যান্ড্রয়েড ও আইওএস সংস্করণে এসেছে। ভবিষ্যতে ডেস্কটপ ব্যবহারকারীদের কাছেও এটি পৌঁছানোর কথা বলেছে গুগল।
ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন অনুযায়ী, গুগল ম্যাপসের এই আপডেট পেতে যাওয়া পরবর্তী শহরগুলো হলো অ্যামস্টারডাম, ডাবলিন, ফ্লোরেন্স ও ভেনিস।
নতুন এই ফিচারের কারণ হিসেবে গুগল বলছে, এটি ব্যবহারকারীদের বিভিন্ন ভবনের প্রবেশদ্বার শনাক্ত, পার্কিংয়ের জায়গা নির্ধারণ ও দিনের নির্দিষ্ট সময়ে কোনো জায়গা কতটা ব্যস্ত থাকে, সেগুলো দেখার নতুন এক উপায় চালু করে ভ্রমণ পরিকল্পনার সুযোগ করে দেবে।
এদিকে, ‘লাইভ ভিউ’ নামে পরিচিত এক টুলের মাধ্যমে অ্যাপে বিভিন্ন নতুন অগমেন্টেড রিয়ালিটি (এআর) ফিচারও চালু করতে যাচ্ছে গুগল। পাশাপাশি, এর ন্যাভিগেশন ফিচারে যুক্ত হবে এক হাজারের বেশি এয়ারপোর্ট, রেল স্টেশন ও শপিং মল। ব্যবহারকারীকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার উদ্দেশ্যে এতে ব্যবহৃত হয়েছে ‘এআর’ চালিত তীর চিহ্ন।
এইসব ‘এআর’ আপডেট এসেছে প্রতিদ্বন্দ্বী কোম্পানি অ্যাপলের প্রযুক্তির ওপর মনযোগ দেওয়ার কারণে। ‘ইমার্সিভ’ অনুসন্ধানকে নিজেদের সর্বশেষ ‘অ্যাপল ম্যাপ’ অ্যাপের বড় এক অংশ করে তোলার কথাও প্রতিবেদনে উল্লেখ করেছে ইন্ডিপেন্ডেন্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।