জানা যায়, লবণের কেজি ২০০ টাকা হবে-এমন গুজব হঠাৎ করেই ছড়িয়ে পড়ে সিংড়ার বিভিন্ন বাজারে। গতকাল সোমবার থেকে একই গুজব দেশের বিভিন্ন স্থানেও ছড়ায়। গুজবের কারণে লবণ কিনতে ভিড় করে সিংড়ার সাধারণ মানুষ। মুহূর্তের মধ্যে ৩০ টাকা কেজির লবণ ১০০ টাকায় বিক্রি শুরু করেন সেখানকার ব্যবসায়ীরা। পরে খবর পয়ে ইউএনও সুশান্ত কুমার মাহাতো সিংড়া শহরের বাজারে অভিযান পরিচালনা করেন। অভিযানে সুসিল সাহা নামের দোকানীকে পাঁচ হাজার টাকা এবং বামিহালের দুর্গাপুরে মানিক হোসেনকে তিন হাজার টাকা জরিমানা করেন।
অভিযানের পর বিভিন্ন স্থানে পথসভা করেন ইউএনও সুশান্ত কুমার মাহাতো। লবণের দাম বৃদ্ধি নিয়ে এসব গুজবে কান না দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।