Advertisement
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফী বিন মুর্তজা তার অবসর সম্পর্কিত এক প্রশ্নের জবাবে বলেছেন, এখনই তিনি অবসরের কথা ভাবছেন না। দেশে ফিরে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার (৫ জুলাই) পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৯৪ রানে হেরে পয়েন্ট টেবিলের সপ্তম অবস্থানে থেকে বিশ্বকাপ হতে বিদায় নিয়েছে দল।
ম্যাচের আগে মাশরাফীর অবসর সম্পর্কিত গুঞ্জন ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। তাতে বলা হয়, এ ম্যাচ শেষেই অবসরের ঘোষণা দিচ্ছেন মাশরাফী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।