জুমবাংলা ডেস্ক : শনিবার (১২ জুন) মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক কাঞ্চন রায়হানের আবেদনের ভিত্তিতে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম আতিকুল ইসলাম।
আদালত সূত্রে জানা গেছে, এ মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তানজিনাকে কারাগারে রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এ সময় আসামি পক্ষের আনইনজীবী মো. জহির জামিন আবেদন করলে তা নাকচ করে দেন আদালত।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১১ জুন) দুপুরে উত্তরা ৯ নম্বর সেক্টরের ৭ সি সড়কের ২০ নম্বর বাড়ি থেকে জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করে জানানো হয় ওই বাড়িতে এক গৃহকর্মীকে মারধর করে একটি ঘরে আটকে রাখা হয়েছে। গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে দেওয়া হয়েছে জানিয়ে ফোন কলে জানানো হয়, তিনি প্রতিবেশী এবং আটক গৃহকর্মীর আর্তনাদ ও কান্নার আওয়াজও শুনেছেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় গৃহকর্মীকে উদ্ধার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
এ সময় গৃহকর্তার মেয়ে তানজিনাকেও আটক করে পুলিশ। উদ্ধার হওয়া গৃহকর্মীকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।