আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এরই মধ্যে চীনে ২৫৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব সাস্থ্য সংস্থা।
এমতবস্থায় বিভিন্ন দেশের বিজ্ঞানীরা দিন-রাত চেষ্টা করেও এখন পর্যন্ত করোনাভাইরাসের কোনো প্রতিষেধক আবিষ্কার করতে পারেননি। তবে এই ভাইরাসের সম্ভাব্য প্রতিষেধক নিয়ে মন্তব্য করে সমালোচনার ঝড় তুলেছেন ভারতের রাজনৈতিক দল হিন্দু মহাসভার প্রেসিডেন্ট স্বামী চক্রপানি মহারাজ।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টিভি জানায়, সারা বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে যখন সবাই আতঙ্কিত তখন উদ্ভট মন্তব্য করেছেন স্বামী চক্রপানি মহারাজ।
তিনি বলেন, গরুর মূত্র ও গোবরের সাহায্যে করোনাভাইরাসের চিকিৎসা করা সম্ভব। করোনাভাইরাস থেকে রক্ষা পেতে গরুর মূত্র ও গোবর ব্যবহার করতে হবে।
স্বামী চক্রপানি মহারাজ বলেন, যে কোনো ব্যক্তি ‘ওম নামাহ শিবাহ’ বলে শরীরে গরুর মূত্র ও গোবর মাখলেই করোনাভাইরাস থেকে রক্ষা পাবেন। এছাড়া করোনাভাইরাস তাড়াতে একটি বিশেষ প্রার্থনারও আয়োজন করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।