গোট ইন্ডিয়া ট্যুরের অংশ হিসেবে শুক্রবার (১২ ডিসেম্বর) গভীর রাতে কলকাতায় পৌঁছান আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। তার সঙ্গে ছিলেন দীর্ঘদিনের বন্ধু লুইস সুয়ারেস ও রদ্রিগো দি পল। কলকাতায় অবস্থানকালে শনিবার(১৩ ডিসেম্বর) বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি।

কলকাতাভিত্তিক গণমাধ্যম আনন্দবাজার-এর প্রতিবেদনে জানানো হয়, কলকাতায় পৌঁছানোর পর ভোরে হোটেলেই বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে দেখা হয় মেসির। ছেলে আব্রামকে সঙ্গে নিয়ে কলকাতায় এসেছিলেন শাহরুখ। সাক্ষাতে আব্রামকে কাছে টেনে নেন মেসি। এ সময় উপস্থিত ছিলেন সুয়ারেস ও মেসিকে ভারতে আনার উদ্যোগের অন্যতম উদ্যোক্তা শতদ্রু দত্ত। কুশল বিনিময়ের পর তাদের একসঙ্গে ছবি তোলা হয়।
বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে যান মেসি। সেখানে তাকে স্বাগত জানাতে ভিড় করেন অসংখ্য ভক্ত। কয়েক ঘণ্টা বিশ্রামের পর শনিবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয় ‘মিট অ্যান্ড গ্রিট’ পর্ব। এরপর সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত ভার্চুয়ালি নিজের একটি মূর্তি উন্মোচন করেন এলএম টেন।
এরপর যুবভারতী ক্রীড়াঙ্গনে একটি ম্যাচ খেলতে গেলে সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। নিরাপত্তাজনিত কারণে মাঠ ছাড়তে বাধ্য হন মেসি। তার চলে যাওয়ার পর স্টেডিয়ামে ভাঙচুরের ঘটনাও ঘটে। দুপুর ২টায় কলকাতা ছাড়ার কথা থাকলেও পরিস্থিতির কারণে দুপুর ১২টা ২০ মিনিট নাগাদ শহর ত্যাগ করেন তিনি।
কলকাতা থেকে হায়দরাবাদ পৌঁছে সন্ধ্যা ৭টায় ‘গোট কাপ’ নামে একটি ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করবেন মেসি। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিও উপস্থিত থাকার কথা রয়েছে। সেখানে একটি ফুটবল ম্যাচে অংশ নেওয়ার পাশাপাশি মেসির সম্মানে একটি সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাত ৯টার দিকে তিনি ফলকনামা প্যালেসে যাবেন এবং নির্বাচিত অতিথিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। রাতে হায়দরাবাদেই অবস্থান করবেন মেসি।
পরদিন ১৪ ডিসেম্বর মুম্বাই যাবেন তিনি। সেখানে ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ায় ‘প্যাডেল কাপ’-এ অংশ নেওয়ার কথা রয়েছে মেসির। এ সময় শচীন টেন্ডুলকার উপস্থিত থাকতে পারেন। বিকেল ৪টার দিকে গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি ফুটবল ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে, যেখানে সুনীল ছেত্রীর উপস্থিতিও সম্ভাব্য যদিও মেসির খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
আর্জেন্টিনা-ব্রাজিল নয়, বিশ্বকাপে চাহিদার শীর্ষে রোনালদোর ম্যাচের টিকিট
এছাড়া বিকেল ৫টার দিকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মেসিকে সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে জন আব্রাহাম, কারিনা কাপুর, জ্যাকি শ্রফসহ একাধিক বলিউড তারকার উপস্থিতি প্রত্যাশিত। একই সঙ্গে রোহিত শর্মা ও মহেন্দ্র সিং ধোনিরাও সেখানে থাকতে পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



