বিনোদন ডেস্ক: ঢালিউড চিত্রনায়িকা আঁচল আঁখি আবারও আলোচনায়। এবারও তাকে নিয়ে মুখরোচক কথা শোনা যাচ্ছে ফিল্মপাড়ার অলিতে গলিতে। দেশীয় এক গায়কের প্রেমে মজেছেন আঁচল। গোপনে বিয়েও করেছেন তারা।
গুঞ্জন ঘি ঢালল আঁচলে হোয়াটসঅ্যাপ প্রোফাইল। যেখানে একজনের হাত ধরে ছবি দিয়েছেন এ নায়িকা। সেখান থেকেই ধারণা করা যাচ্ছে, গায়কের সঙ্গে নায়িকার প্রেমের বিষয়টি।
উড়ো খবর প্রসঙ্গে জানতে যোগাযোগ করা হয় ‘জটিল প্রেম’ সিনেমার এ নায়িকার সঙ্গে। রোববার (২৯ আগস্ট) বিকেলে মুঠোফোনে ভুল ভাঙলেন আঁচল। জানালেন, প্রেম করছেন কিন্তু তাদের বিয়ে হয়নি। গায়ক সৈয়দ অমির সঙ্গে প্রেম করছেন আঁচল।
কবে থেকে প্রেম করছেন? উত্তরে এ অভিনেত্রী বলেন, ‘গেল বছরের অক্টোবরে ‘ও জানরে’ শিরোনামের একটি গানে কাজ করেছি। তারপর থেকে আমাদের সম্পর্ক হয়েছে। সম্পর্ক এখনো আছে। পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়েছি, আগামী বছর ছোট আয়োজনে বিয়ে করব। এখনো বিয়ে করিনি।’
শোনা যাচ্ছে, গেল রমজানে বিয়ে করেছেন আঁচল। বিয়ের পর স্বামীকে নিয়ে থাকছেন বনশ্রী এলাকা। এ প্রসঙ্গে জানতে চাইলে নায়িকা আচঁল বলেন, ‘না না। রোজার মধ্যে বিয়ে করব কেন? রোজার ঈদের পরে অমির মা করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আমাদের যেহেতু ফ্যামিলিতে উঠাবসা হয় তাই আমি আম্মুকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। ঈদের দিন সন্ধ্যায়ও আমি হাসপাতালে গিয়েছিলাম। আম্মুর সঙ্গে আমার আর অমির ছবিও আপলোড করেছিলাম।’
আলাপকালে আচঁল জানান, পারিবারিকভাবে সবকিছুই ঠিক। অপেক্ষা শুধু কবুল বলার। বনশ্রীতে একসঙ্গে থাকার বিষয়ে জানতে চাইলে ‘আজব প্রেম’ সিনেমার এ নায়িকা হেসে বলেন, ‘বনশ্রীতে! আরে না। থাকলে অবশ্যই জানাতাম। আমাদের প্রতিদিনই দেখা হয়। ঢাকায় ও একাই থাকে। তাই শুটিংয়ের ফাঁকে সুযোগ পেলে একসঙ্গে ঘোরাফেরা হয়। ওর পরিবারের সদস্যরা আমাদের বাসায় আসে যায়। বাবা, ভাই-বোন সবার সঙ্গেই আলাপ হয়েছে, যাওয়া আসা হয়।’
বিয়ের সানাই কবে বাজবে? উত্তরে আঁচল বলেন, ‘দেখাদেখি, কথাবার্তা সব ঠিক হয়ে আছে। পরিবেশ পরিস্থিতি, সবকিছু ভালো থাকলে আগামী বছর ফেব্রুয়ারিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারব।’ ভালোবাসা দিবসে বিয়ে করবেন? এমন প্রশ্নের অভিনেত্রী হেসে বলেন, ‘সেরকমই ইচ্ছা আছে।’
২০১১ সালে ঢালিউডে পা রেখেছেন আঁচল। তার প্রথম সিনেমা ‘ভুল’। এটি পরিচালনা করেছিলেন রাজু আহমেদ। এরপর ‘বেইলী রোড’ সিনেমায় অভিনয় করেছিলেন আঁচল আঁখি। আঁচলের ব্যবসা সফল সিনেমা ‘জটিল প্রেম’। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমায় আঁচলের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।