গোপালগঞ্জে ৩ অবৈধ ইটভাটা উচ্ছেদ

গোপালগঞ্জ

জুমবাংলা ডেস্ক: গোপালগঞ্জ জেলার সদর উপজেলায় আজ পরিবেশ অধিদপ্তরের অভিযানে তিনটি অবৈধ ইটভাটা উচ্ছেদ এবং তিনলাখ টাকা জরিমানা করা হয়েছে।

গোপালগঞ্জআজ সোমবার পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার কেকানিয়া ও ঘোড়াদাইড় গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফয়েজুন্নেছা আকতার ও গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান এ অভিযানে নেতৃত্ব দেন।

অভিযানকালে গোপালগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মনিরুজ্জামান শেখ-সহ পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস