Advertisement
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা গোবিন্দ ব্লকবাস্টার সিনেমা দিয়ে এক দশক রাজত্ব করেছেন। কমেডিনির্ভর অভিনয় ও নাচ দিয়ে কোটি ভক্তকে মাতিয়ে রখেছেন তিনি। জনপ্রিয়তা ও চাহিদায় এতটাই এগিয়ে ছিলেন গোবিন্দ, একই সময়ে একাধিক সিনেমায় কাজ করার জন্য সুপরিচিত ছিলেন তিনি।
সম্প্রতি ই-টাইমসের জানিয়েছে, ‘ঘর মে রাম গালি মেন শাম’ সিনেমার শুটিং চলাকালে গোবিন্দের একাধিক সিনেমায় কাজ করার গুঞ্জন শুরু হয়।
তখন অভিনেতা জানিয়েছিলেন, তিনি একসঙ্গে মোট ৭০টি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন।
যদিও পর্যাপ্ত সময় ছিল না বলে পরে তিনি সবগুলো সিনেমায় কাজ করতে পারেননি। কিছু সিনেমা থেকে পরিচালকরাই বাদ দিয়ে দেন। কিছু কিছু তিনি নিজে বাতিল করেন। এরপরও দিনে পাঁচটি সিনেমার শুটিং করতেন গোবিন্দ।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.