গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: সরকার ঘোষিত কঠোর লকডাউনের তৃতীয় দিনেও গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে কঠোর অবস্থানে ছিল উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ।
শনিবার (৩ জুলাই) সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসার আবু সাইদের নেতৃত্বে পৌরসভা এলাকার বিভিন্ন বাজার ও সিএনজি স্ট্যান্ডে অভিযান পরিচালনাকালে বিধিনিষেধ না মানায় দোকানদার, মাছ ব্যবসায়ী, হোটেল ব্যবসায়ীসহ ব্যাটারী চালিত অটো ড্রাইভার ও মোটরসাইকেল চালককে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে বলে সাংবাদিকদেরকে জানান উপজেলা নির্বাহী অফিসার আবু সাইদ।
কঠোর লকডাউনে উপজেলায় বন্ধ রয়েছে শপিংমলসহ সকল মার্কেট।
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে লকডাউনের সকল বিধিনিষেধ মেনে চলতে সকলকে আহ্বান জানিয়েছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মেহেদী হাসান।
শনিবার গোবিন্দগঞ্জ উপজেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৮ জন। দ্বিতীয় ঢেউয়ে উপজেলায় মোট আক্রান্ত হয়েছেন ১৩৩ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।