আন্তর্জাতিক ডেস্ক : মরণঘাতী করোনাভাইরাসের চিকিৎসার জন্য এখনো কোনো ওষুধ আবিষ্কৃত হয়নি। তবে করোনাভাইরাসের চিকিৎসায় ‘গোবর’ ও ‘গোমূত্র’ ব্যবহার করা যেতে পারে বলে জানিয়েছেন বিজেপি নেত্রী সুমন হরিপ্রিয়া। তিনি ভারতের আসামের বিজেপি বিধায়ক।
আসামের বিধান সভায় দেওয়া এক বক্তব্যে সুমন হরিপ্রিয়া এ কথা বলেছেন বলে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সম্প্রচারমাধ্যম ‘এনডিটিভি’।
সুমন হরিপ্রিয়া বলেন, ‘আমরা সবাই জানি, গোবর খুবই উপকারী। এমনকি গোমূত্রও উপকারী। কোনো এলাকা শুদ্ধিকরণ করার জন্য গোমূত্র ব্যবহার করা হয়। তাই আমার মনে হয় করোনাভাইরাস সারাতে এগুলো ব্যবহার করা যেতে পারে।’
তিনি আরও দাবি করেন, গোমূত্র ও গোবর ক্যানসারের মতো মারাত্মক রোগ নিরাময়েও সহায়ক ভূমিকা রাখে।
আসামের বিধানসভায় বাজেট অধিবেশন চলাকালীন বাংলাদেশে গবাদিপশু পাচার সম্পর্কে চলা আলোচনায় এমন চাঞ্চল্যকর দাবি করেন সুমন হরিপ্রিয়া।
গবাদিপশু পাচার নিয়ে তিনি বলেন, ‘ভারত থেকে মূলত আসাম থেকে গরু পাচার করে বাংলাদেশে নিয়ে যাওয়া হচ্ছে, আর এইভাবেই সেদেশের অর্থনীতিকে শক্তিশালী করার চেষ্টা করা হচ্ছে।’
গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়ানো মরণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত এতে ৯০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে তিন হাজারের বেশি মানুষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



