দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে দেশের বৃহত্তম ঈদুল আযহার জামাত আয়োজনের সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থা জোরদারে প্রস্তুত রয়েছেন পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্যগণ। ইতোমধ্যে পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণসহ ঈদগাহের পরিস্কার পরিচ্ছন্নতা ও সংস্কার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
প্রায় ২২ একর আয়তনের এই বিশাল গোর-এ-শহীদ বড় ময়দানে ঈদগাহে এবার বিপুল সংখ্যক মুসল্লির সমাগম হবে বলে আশা করা হচ্ছে।
দিনাজপুরসহ পার্শ্ববর্তী নীলফামারী ও জয়পুরহাট জেলার লাখ লাখ মুসল্লি ঈদুল আযহার জামাতে শরিক হবেন বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।
দিনাজপুর সদর-৩ আসনের এমপি ও জাতীয় সংসদের হ্ইুপ ইকবালুর রহিমের ব্যক্তিগত প্রচেষ্টা এবং পরিকল্পনায় দেশের বৃহত্তম দৃষ্টিনন্দন ঈদগাহ মিনার ও ঈদগাহ মাঠ নির্মাণ করা হয়। ৫২ গম্বুজের ঈদগাহে ২ প্রান্তের মিনার ৬০ফুট এবং মাঝখানের ২টি মিনার ৫০ ফুট উচ্চতা। ইমাম দাড়ানোর স্থান মেহেরাবের গম্বুজের উচ্চতা ৪৭ ফিট। এর সঙ্গে রয়েছে ৪৯টি গম্বুজ। ৫১৬ ফুট দৈর্ঘের ৩২টি আর্চ নির্মান করা হয়েছে। পুরো মিনার সিরামিক ইটে নির্মিত এবং প্রতিটি গম্বুজ ও মিনারে নয়নাভিরাম লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে।
দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি সাংবাদিকদের জানান, এবারে ঈদুল আযহার প্রধান জামাত সকাল ৮টায় শহরের গোর-এ-শহীদ বড় ময়দান ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
২০১৭ সালে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫২ গম্বুজের বিশাল ঈদগাহ মাঠে করোনার কারণে ২০২০ ও ২০২১ সালে ঈদুল ফিতর ও ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।