দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের গোর-এ শহীদ ময়দানে আজ দেশের বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে একসঙ্গে প্রায় তিন লাখ মুসল্লি অংশ নিয়েছেন বলে দাবি করছেন আয়োজকরা।
আয়োজকদের অন্যতম জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম নামাজ শেষে গণমাধ্যমকে জানান, এশিয়া উপমহাদেশের সবচেয়ে বড় এই ঈদগাহ ময়দানে ঈদুল আজহার যে জামাত অনুষ্ঠিত হলো তাতে প্রায় তিন লক্ষাধিক মুসল্লির সমাগম হয়েছে।
সকাল ৭টার পর থেকেই ঈদগাহের প্রবেশদ্বারগুলো দিয়ে মুসল্লিরা প্রবেশ করতে শুরু করেন। এসময় পুলিশ সদস্যরা তাদের তল্লাশি করে ভেতরে প্রবেশ করান। সাড়ে ৮টায় অনুষ্ঠিত দেশের সবচেয়ে বড় ঈদের জামাতে ইমামতি করেন মাওলানা শামসুল হক কাসেমী।
নামাজে অংশ নেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম, এশিয়া উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মিনার পরিকল্পনাকারী জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী, পুলিশ সুপার আনোয়ার হোসেনসহ বিভিন্ন এলাকা থেকে আসা মুসল্লিরা। এই নামাজে দিনাজপুর জেলার ১৩টি উপজেলাসহ আশপাশের জেলাগুলোর মুসল্লিরাও অংশগ্রহণ করেন।
নামাজ শেষে ইমাম শামসুল হক কাসেমী বলেন, লাখ লাখ মুসল্লির সমাগমের মধ্য দিয়ে এশিয়ার সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হলো। এই জামাতে ইমামমতি করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আল্লাহর অশেষ মেহেরবানি ছাড়া এই ইমামতি করা হয়ত সম্ভব হত না। ঈদের জামাতে যত বেশি সমাগম হবে, তত বেশি দোয়া কবুল করবেন আল্লাহ।
দিনাজপুরের এসপি আনোয়ার হোসেন বলেন, এই জামাতে অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা পুলিশের পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ঈদের একদিন আগে থেকেই মাঠটি নিয়ন্ত্রণে নেয় পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।