স্পোর্টস ডেস্ক : দুনিয়ার সব ফুটবলপ্রেমীর নজর যে এখন রোববারের দিকে। কেন তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। ফ্রান্স ও আর্জেন্টিনার মহারণ দেখতে মুখিয়ে সবাই। দুই দেশই দু’বার করে বিশ্বকাপ জিতেছে। যে দলই জিতবে তারাই তৃতীয় বারের জন্য বিশ্বজয়ীর তকমা পাবে। কিন্তু এই লড়াইয়ের সমান্তরালে আরো একটা ডুয়েলের অপেক্ষায় প্রহর গুনছেন সবাই। ওই লড়াই লিওনেল মেসি বনাম কিলিয়ান এমবাপ্পের।
ফুটবলের দুই মহাতারকাই এবারের বিশ্বকাপে করেছেন পাঁচটি করে গোল। দেখার, শেষ পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা হয়ে সোনার বুট কে জিতে নেন। কাতার বিশ্বকাপে মেসি সোনালি ফর্মে রয়েছেন। প্রত্যেক ম্যাচেই যেন নিজেকে ছাপিয়ে যাচ্ছেন তিনি। সেমিফাইনালে পেনাল্টি থেকে গোল করার পর সতীর্থ আলভারেজকে গোলের যে অ্যাসিস্ট করেছেন তা সকলের মন জিতে নিয়েছে। পাশাপাশি এমবাপ্পেও রয়েছেন জীবনের অন্যতম সেরা ফর্মে। ২৩ বছরের ফরাসি তারকা কি শেষ পর্যন্ত টপকে যাবেন আর্জেন্টেনীয় কিংবদন্তিকে? আপাতত ওই প্রশ্নের উত্তরই খুঁজছেন সবাই।
এখন পর্যন্ত দু’জনে পাঁচটি করে গোল করেছেন। পাশাপাশি মেসি তিনটি অ্যাসিস্ট করেছেন। এমবাপ্পে করেছেন দুটি অ্যাসিস্ট। তবে মেসি ৫৭০ মিনিট মাঠে থেকেছেন। সেখানে তুলনামূলক ভাবে ৪৭৭ মিনিট মাঠে থেকেছেন এমবাপ্পে। সব মিলিয়ে একথা বলাই যায়, দুই মহাতারকাই এই মুহূর্তে রয়েছেন পাশাপাশি। কিন্তু রোববারের পর একজন এগিয়ে যাবেন।
তবে তারাই কেবল নন। লড়াইয়ে রয়েছেন ফ্রান্স ও আর্জেন্টিনার আরো দুই তারকা ফুটবলারও। জুলিয়ান আলভারেজ এখন পর্যন্ত চারটি গোল করেছেন। পাশাপাশি ফরাসি তারকা অলিভার জিরুও করেছেন চারটি গোল। মেসি, এমবাপ্পেকে টপকে তাদের মধ্যে কেউ সোনালি বুট জেতেন কিনা সেদিকেই চোখ থাকবে সকলের।
উল্লেখ্য, ২০১৮ সালে বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স। এবার তারা বিশ্বকাপ জিতলে পরপর দু’বার বিশ্বজয়ী হওয়ার নজির গড়ে ব্রাজিল ও ইতালিকে স্পর্শ করবে তারা। অন্যদিকে আর্জেন্টিনা ম্যারাডোনা যুগ পেরিয়ে নতুন করে বিশ্বজয়ী হয়ে ইতিহাসের নতুন অধ্যায় গড়তে মরিয়া। শেষ পর্যন্ত কোন ইতিহাসটি রচিত হবে তা জানতে আপাতত সবারই মনোযোগ রোববারের দিকে।
সূত্র : সংবাদ প্রতিদিন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।