আজ শনিবার এ ঘটনায় স্কুলছাত্রীর মামা বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় মো. সুমন মোল্যা (২৫) নামে এক যুবককে একমাত্র আসামি মামলা দায়ের করেছেন। সুমন মোল্যা আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের জাটিগ্রামের শের আলী মোল্যার ছেলে।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ওই স্কুলছাত্রী পুকুরে গোসল করতে গেলে ওৎ পেতে থাকা সুমন মোল্যা গামছা দিয়ে তার মুখ বেঁধে একটি ঘাস ক্ষেতে নিয়ে যায়। এরপর সেখানে ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে ওই ছাত্রী বাড়িতে পৌছে অসুস্থ হয়ে পড়লে মামা-মামীর নিকট বিষয়টি খুলে বলে।
পরে পরিবারের লোকজন অসুস্থ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে ওই ছাত্রী সেখানে চিকিৎসাধীন রয়েছে।
মামলার বিষয়টির সত্যতা নির্শ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, ওই ছাত্রী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় ভিকটিমের মামা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।