বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর এবং অভিনেতা কার্তিক আরিয়ানকে আগামীকে একসঙ্গে দেখা যাবে ‘দস্তানা টু’ ছবিতে। তবে তার আগেই এই জুটি নেট দুনিয়ায় ভাইরাল হয়ে উঠেছেন ছুটি কাটানোর ছবি প্রকাশ পেয়ে। সম্প্রতি এই জুটিকে একসঙ্গে একই রঙের পোশাকে দেখা গেছে গোয়ার একটি রেস্টেুরেন্টে।
এর আগে গত ১ জানুয়ারি, কার্তিক ও জাহ্নবীকে দেখা গিয়েছিল বিমানবন্দরে। তখন জাহ্নবীর সঙ্গে তার ছোট বোন খুশী কাপুরও ছিলেন। আর কার্তিক একাই কোথাও যাওয়ার কথা জানিয়েছিলেন। সেই সময় অবশ্য সবাই কোথায় যাচ্ছিলেন তা পরিষ্কার ছিল না। তবে ছবি প্রকাশের মাধ্যমে তারা যে গোয়ায় ছুটি কাটাচ্ছেন সেটা নিশ্চিত হওয়া গেছে।
ভাইরাল হওয়া ছবিতে কার্তিক আর জাহ্নবীকে রেস্টুরেন্টের দুই জায়গায় সাদা পোশাকে দেখা গেছে।
এছাড়াও ভক্তদের সঙ্গে গোয়ায় কাটানো কার্তিকের বেশ কিছু ছবিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। সেখানে মাস্ক নামিয়ে হাসিমুখে ছবি তুলতে দেখা গিয়েছে তাকে।
এর আগে, কার্তিক ইনস্ট্রাগামে গোয়ার সমুদ্রসৈকতে তোলা সেলফি প্রকাশ করেছেন। সেখানে তিনি কতটা আনন্দে ছুটি কাটাচ্ছেন তা জানিয়েছেন। সেই সঙ্গে গোয়ার মনোরম কিছু প্রাকতিক দৃশ্যের ছবিও প্রকাশ করেছেন।
অন্যদিকে জাহ্নবী কাপুরের ছুটিও যে বেশ ভালো কাটছে সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ করে তা জানিয়েছেন।
রুহী আফজানা ও রাজকুমার রাওয়ের সঙ্গে নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন জাহ্নবী কাপুর। তাকে করণ জোহরের ‘তাকত’ ছবিতে দেখা যাবে। ওই ছবিতে আরও অভিনয় করবেন রণবীর সিং, কারিনা কাপুর, আলিয়া ভাট, ভিকি কৌশল, ভূমি পেডনেকর এবং অনিল কাপুর । অন্যদিকে, কার্তিক আরিয়ানকে দেখা যাবে ‘ধামাকা’ ছবিতে। সূত্র: ইন্ডিয়া টুডে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।