‘পারফেক্টশনিস্ট’ খ্যাত বলিউড অভিনেতা আমির খান শুধু অভিনয় জীবন দিয়েই নয়, ব্যক্তি জীবন নিয়েও মিডিয়ার আলোচনায় থাকেন। এদিকে দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর বলিউড অভিনেতা আমির খান আবারও প্রেমে পড়েন। চলতি বছরের শুরুতে তার ৬০তম জন্মদিনে নতুন বান্ধবী গৌরী স্প্রাটকে মিডিয়ার সামনে পরিচয় করিয়ে দেন।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি এক সাক্ষাৎকারে গৌরীকে নিয়ে তার বিয়ের পরিকল্পনা সম্পর্কে মুখ খুলেছেন আমির। জানান, তৃতীয় বিয়ের প্রস্তুতি নিচ্ছেন তিনি।
আমির খানের বলেন, গৌরী ও আমি দু’জনই আমাদের সম্পর্ককে খুবই গুরুত্ব দিচ্ছি। আমরা একে অন্যের সঙ্গী এবং পরস্পরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, আমরা পার্টনার, একসঙ্গে আছি। বিয়ে এমন একটি বিষয়, মানে আমি মনে মনে ইতোমধ্যেই ওর সঙ্গে বিবাহিত। তবে আমরা এটিকে আনুষ্ঠানিক রূপ দেবো কিনা সেটা আমি সিদ্ধান্ত নেবো।
এরইমধ্যে গৌরীর পরিবারের সদস্যদের সঙ্গে আমির খান দেখা করেছেন। ভক্তমহলে জল্পনা চলছে, বিয়ের তারিখ চূড়ান্ত করতেই অভিনেতার এ পদক্ষেপ।
এর আগে আমির জানিয়েছিলেন, তিনি এবং গৌরী ২৫ বছর আগে একে অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। কিন্তু সেই সময়ে তারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। এরপর কোনো যোগাযাগ ছিল না। তারা ১৮ মাস আগে ফের ডেটিং শুরু করেন। ছয় বছরের এক সন্তানের মা গৌরী এখন আমিরের প্রোডাকশন হাউসে কাজ করছেন।
উল্লেখ্য, ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেছিলেন আমির এবং তাদের দু’টি সন্তান রয়েছে- জুনেইদ খান এবং ইরা খান। ২০০২ সালে তাদের বিচ্ছেদ ঘটে। এরপর অভিনেতা এবং তার দ্বিতীয় স্ত্রী পরিচালক কিরণ রাওকে ২০০৫ সালে বিয়ে করার পর ২০২১ সালে আলাদা হয়ে যান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।