Advertisement
স্পোর্টস ডেস্ক: বিশ্বজুড়ে মহামারী করোনায় স্থগিত করা হয়েছে খেলাধুলা। গৃহবন্দি হয়ে আছে তারকা ক্রিকেটাররা। এমতাবস্থায় ঘরবন্দি থাকতে আর ভালো লাগছিল না অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক টিম পেইনের। জিমে যাওয়ারও উপাআয় না থাকায় গ্যারেজ থেকে গাড়ি বের করে অস্থায়ী জিমে শরীরচর্চা। আর তাতেই বিপদে পড়লেন পেইন।
গ্যারেজকে জিম তৈরি করতে গিয়ে গাড়িটিকে রাস্তায় রেখেছিলেন অজি অধিনায়ক। আইসোলেশনে নিরাপদেই থাকবে গাড়িটি, এমনই ভেবেছিলেন পেইন। কিন্তু তাঁর ভাবনায় ভুল ছিল। পাশের রাস্তায় রাখা টিম পেইনের গাড়ির দরজা ভেঙে তাঁর মানিব্যাগ চুরি করে নিয়ে গিয়েছে।
মানিব্যাগে রাখা ছিল ক্রেডিট কার্ড। সকালে ঘুম থেকে উঠে মোবাইলের মেসেজ দেখে জানতে পারেন যে তাঁর ক্রেডিট কার্ড ব্য়বহার করছেন অন্য কেউ। বাড়ি থেকে বেরিয়ে দেখতে পান গাড়ির দরজা খোলা, মানিব্যাগ উধাও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।