স্যামসাং এর ‘এ’ সিরিজের গ্যালাক্সি ফোনগুলো সারাবিশ্বে বেশ জনপ্রিয়। স্যামসাং গ্যালাক্সির এ১৩ ৫জি মডেলটি খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে । নতুন ফোনে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। স্যামসাং Samsung Galaxy A13 5G নতুন ফোনটি দিয়ে মার্কেটে বড় চমক দিতে যাচ্ছে।
Samsung Galaxy A13 5G ফোনের ডিসপ্লে:
গ্যালাক্সি এ১৩ ৫জি ফোনটিতে ৬.৫ ইঞ্চি বিশিষ্ট আই পি এস এল সি ডি ডিসপ্লে থাকবে যার স্ক্রিন রেজুলেশন ৭২০X১৬০০ পিক্সেল। মোবাইলটির পি পি আই ডেনসিটি ২৭০। এছাড়া ফোনটির ডিসপ্লে রিফ্রেশ রেট ৯০ হার্জ দেওয়া হয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এ১৩ ৫জি ফোনের বডি:
এই মোবাইলটির ডিভাইস হবে ফ্যাবলেট টাইপের। এই ফোনটিতে ডুয়েল উভয় সিম ব্যবহার করা যাবে এবং সিমগুলো হবে ন্যানো সিম। উক্ত মোবাইলটির আয়তন হবে ১৬৪.৫X৭৬.৫X৮.৮ মিলিমিটার এবং ওজন হবে মাত্র ১৯৫ গ্রাম।
গ্যালাক্সি এ১৩ ৫জি ফোনের হার্ডওয়্যার:
স্যামসাং গ্যালাক্সি এ১৩ ৫জি ফোনটির চিপসেট দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ ৫জি অক্টাকোর প্রসেসর। এছাড়া এর জি পি ইউ দেওয়া হয়েছে মালি- জি ৫৭ এম সি ২। উক্ত ফোনটির সাথে দেওয়া হয়েছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ফোন স্টোরেজ। এই ফোনটিতে দেওয়া অ্যান্ড্রোয়িড ভার্সন ১১। ৫ জি বিশিষ্ট হতে চলেছে এই ফোনটি। ইউ এস বি ও টি জি এবং টাইপ সি পোর্ট, পোর্ট ২.০ দেওয়া হয়েছে ফোনটিতে। এছাড়া ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক, ব্লুটুথ, ওয়াইফাই ৬ সহ যাবতীয় সুবিধা। স্যামসাং গ্যালাক্সি এ১৩ ৫জি মোবাইলটিতে দেওয়া হয়েছে ৫,০০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারী। ব্যাটারীটি ভালই ব্যাকআপ দিবে এছাড়া ফাস্ট চার্জের জন্য দেওয়া হয়েছে ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। হার্ডওয়্যার সেকশনটি এখানে দুর্দান্ত দেওয়া হয়েছে। আমার কাছে খুব ভাল লেগেছে।
Samsung Galaxy A13 5G ফোনের ক্যামেরা:
স্যামসাং গ্যালাক্সি এ১৩ ৫জি তে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ যার প্রাথমিক ক্যামেরাটি হবে ৫০ মেগাপিক্সেলের ওয়াইড, ২ মেগাপিক্সেলের ডেপথ ও অপরটি হবে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। এছাড়া সাথে দেওয়া হয়েছে একটি এল ই ডি ফ্ল্যাশ। উক্ত ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ৫ মেগাপিক্সেলের। এমন ফোনে মাত্র ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আমার কাছে তেমন গ্রহণযোগ্য বলে মনে হয়নি। উক্ত ক্যামেরা গুলোতে থাকবে এইচ ডি আর, পি ডি এ এফ এর সুবিধা। প্রত্যেক ক্যামেরাতেই দেওয়া হয়েছে ১০৮০ পি ৩০ এফ পি এস এর ভিডিও রেকর্ডিং করা যাবে। মূল্য অনুযায়ী রিয়ার ক্যামেরা সেকশনটি বেশ ভাল লেগেছে আমার কাছে।
স্যামসাং গ্যালাক্সি এ১৩ ৫জিফোনের দাম:
স্যামসাং গ্যালাক্সি এ১৩ ৫জি মোবাইলটির বাংলাদেশের জন্য দাম এখনো জানা যায়নি, তবে ভারতীয় মূল্য অনুযায়ী বাংলাদেশে ফোনটির দাম ২২,০০০ টাকার আশেপাশে হতে পারে। ফোনটি শুধুমাত্র কালো রং এ পাওয়া যাবে।
৫০ মেগাপিক্সেল ক্যামেরার সুবিধাসহ লঞ্চ হচ্ছে Xiaomi 12 সিরিজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।