আওয়ামী লীগের সময় জ্বালানি খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হয়। জ্বালানি খাতে এমন চুক্তি করা হয় যা একেবারে অযৌক্তিক। অযৌক্তিক চুক্তির কারণে দাম বৃদ্ধি পেয়েছে। বাণিজ্য উপদেষ্টা ও বস্ত্র উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, দুর্নীতি কমানোর ক্ষেত্রে অনেকটাই সফল বাংলাদেশের অন্তবর্তী সরকার।
গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ১৯ তম বস্ত্র মেলা উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। আগের মত এখন আর জ্বালানি খাতে দুর্নীতি নেই। এজন্য দাম কমার সুযোগ রয়েছে। ভবিষ্যৎ এ জ্বালানির দাম কমানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্য উপদেষ্টা ও বস্ত্র উপদেষ্টা শেখ বশির উদ্দিন।
অনুষ্ঠানে ব্যবসায়ীরা বলেন, গ্যাস সংকট ও দাম সহনীয় না হলে এ খাতে নতুন বিনিয়োগ আসবে না। যা সামগ্রিক অর্থনীতি জন্য অমঙ্গলজনক। এসব বিবেচনায় নিয়ে সরকারকে সমস্যার সমাধান করতে হবে।
অনুষ্ঠানে জ্বালানি সমস্যার কারণ হিসেবে বিগত সরকারের দুর্নীতিকে সামনে আনেন বাণিজ্য উপদেষ্টা। উপদেষ্টা বলেন, সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। তবে, ব্যয় সাশ্রয়ী পথে হাঁটতে ব্যবসায়ীদের বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।