জুমবাংলা ডেস্ক : কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বর্তমান সরকার কৃষকদেরকে লাভবান করতে ৭০ ভাগ ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ শুরু করেছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে গ্রামকে শহরে রূপান্তরিত করতে কৃষকদের সব ধরনের প্রণোদনা দিচ্ছে সরকার।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার ১২০ জন সিআইজি কৃষকের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, কৃষি খাতকে আধুনিকীকরণ ও কৃষকদেরকে অল্প খরচে বেশি লাভবান করতে বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছে কৃষি মন্ত্রণালয়।
ইউএনও শামীমা ইয়াসমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, মধুপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসির আহমেদ শরীফ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়াকুব আলী ও উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান।
ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন কৃষিবিদ আজহারুল ইসলাম সিদ্দিকী, খামার বাড়ী টাঙ্গাইলের উপ-পরিচালক আহসানুল বাশার প্রমুখ। এ সময় মধুপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক এবং উপজেলার কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে ১২০ জন সিআইজি কৃষকের মাঝে পাওয়ার টিলার, পাওয়ার থ্রেসার, স্প্রে মেশিন বিতরণ করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


