গ্রামীণ ব্যাংক কখনই স্বেচ্ছাসেবী সংস্থা ছিল না: হুইপ স্বপন

জুমবাংলা ডেস্ক: সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, ‘গ্রামীণ ব্যাংকের উচ্চ সূদ হার বাংলাদেশে দারিদ্র্য বিমোচনে ইতিবাচক ভূমিকা রাখেনি, বরং দারিদ্র্য বৃদ্ধি করেছে এবং বহু মানুষের জীবন ও সংসার ধ্বংস করেছে।’

তিনি আরও বলেন, ‘গ্রামীণ ব্যাংক প্রকৃতপক্ষে একটি বিধিবদ্ধ ব্যাংক, কখনই স্বেচ্ছাসেবী সংস্থা ছিল না। এটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান দেশের প্রচলিত ব্যাংকিং আইনের আওতাভূক্ত। আইন অমান্য করে একজন ব্যক্তির ব্যাংকে এমডি পদে থাকার লোভ জাতিকে অনেক মাশুল দিতে বাধ্য করেছে। এমনকি এনজিও প্রতিষ্ঠানগুলোর অনেক মহৎ কর্মসূচী ও অর্জনকে প্রশ্নবিদ্ধ করেছে।’

আজ (৩ জুন) জয়পুরহাটে বঙ্গবন্ধু শিক্ষা বৃত্তি প্রদান এবং জেলার বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠণসমূহের প্রধানদের সঙ্গে এক উন্নয়ন ও মানবসেবা বিষয়ক মতবিনিময় সভায় হুইপ স্বপন এসব কথা বলেন।

তিনি বলেন, বেসরকারী উন্নয়ন সহযোগী নয় এমন একটি প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক বাংলাদেশের এনজিওগুলোর সকল অর্জন একা ছিনতাই করার চেষ্টা করছে।

হুইপ স্বপন বলেন, এদেশে দারিদ্র্য বিমোচনে বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠনসমূহ অনবদ্য সহায়ক ভূমিকা পালন করে আসছে। ১৯৭২ সালের ৮৪ শতাংশ দারিদ্র্য সীমা আজ ২০ শতাংশের নীচে নেমে এসেছে এবং অতি দারিদ্র্য সীমা সিঙ্গেল ডিজিটে নেমে এসেছে। স্বাধীনতা অর্জনের পর এটি বাংলাদেশের সবচেয়ে বড় ইতিবাচক অর্জন। এই মহৎ অর্জনের প্রধান কারিগর জাতির পিতার কন্যা শেখ হাসিনা।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাজ্ঞ-নেতৃত্বে উৎপাদন ও সেবা কর্মে নিয়োজিত সকল সম্মানিত নাগরিক নিজ নিজ অবস্থান থেকে এই মহৎ অর্জনে ভূমিকা পালন করে চলছেন। এই অর্জনে বেসরকারী উন্নয়ন সহযোগী সংগঠনসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

জয়পুরহাট শহরের জাকস ফাউন্ডেশন মিলনায়তনে জয়পুরহাট বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠণসমূহ সমন্বয় কমিটির সভাপতি নুরুল আমিন রুহুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আলোচনায় অংশগ্রহণ করেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাকির হোসেন মন্ডল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদ, পিপি এডভোকেট মোমিন আহমেদ চৌধুরী, উপজেলা চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, মনিরুল শহীদ মুন্না, মিনফুজুর রহমান মিলন, মোস্তাকিম মন্ডল, মেয়র হাবিবুর রহমান, মোস্তাফিজুর রহমান মোস্তাক, শহীদুল আলম চৌধুরী, রাবেয়া খাতুন, সাবেক মেয়র আব্দুল আজিজ মোল্লা, এনজিও প্রধান মতিনুর রহমান, কামরুজ্জামান সাজু, হৈমন্তী সরকার, আয়েশা আকতার, এডভোকেট ডোনাল্ড দাস প্রমুখ।