বিনোদন ডেস্ক : এবার অজপাড়া গায়ের মেয়ে হিসেবে দেখা গেল ঐশীকে। শুধু গাঁয়ের মেয়ে নয়, দেখা গেল ঐশী গোবর কাঠি (ঘুঁটে) তৈরি করছেন। কিন্তু কেন?
জানা যায়, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খ্যাত ঐশী অভিনীত ‘আদম’ ছবির শুটিংয়ে এমনটা করতে হয়েছে। সেখানে তার চরিত্রের নাম সাজিয়া।
এর আগে কখনই গোবর হাতে করা তো দূরে থাক, ধারেকাছেও যাননি ঐশী! শুটিংয়ের আগে যখন শুনেছিলেন কাঁচা গোবর দিয়ে মশাল তৈরি করতে হবে, তিনি মনে করেছিলেন পরিচালক হয়তো গোবরের বদলে অন্যকিছু দিয়ে কাজটি শেষ করবেন। কিন্তু তেমনটা হয়নি!
ঐশী বলেন, প্রথমে গোবর দেখেই খুব বিরক্ত হয়েছিলাম। মেজাজ উঠেছিল চরমে! কিন্তু শেষ পর্যন্ত সিরিয়াসভাবে আমাকে কাজটা শেষ করতে হয়েছে। জানালেন, দৃশ্যটা ওকে হওয়ার পর রাগে রাগে পরিচালক এবং সেটে যারাই ছিলেন প্রত্যেকের গালে গোবর লাগিয়ে দিয়েছি। সে এক অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়েছিল।
বর্তমানে ময়মনসিংহে রয়েছেন ঐশী। সেখানেই তিনি আবু তাওহীদ হিরণ পরিচালিত ‘আদম’ ছবিতে কাজ করছেন। যেখানে তার বিপরীতে কাজ করছেন ইয়াশ রোহান।
অন্যান্য চরিত্রে সেখানে আরও শুটিং করছেন রাইসুল ইসলাম আসাদ, শহিদুজ্জামান সেলিম, মনিরা মিঠু, অ্যালেন শুভ্র, আফ্ফান মিতুল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।