সাইফুল ইসলাম, মানিকগঞ্জ: গ্রামগঞ্জের মানুষকে আগে টিকা দেয়া হবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেন, আমরা গ্রামগঞ্জের বেশি টিকা দেয়ার পরিকল্পনা করেছি কারণ গ্রামের লোকরা টিকা কম পেয়েছে। মৃত্যুর সংখ্যা বেড়েছে এবং পঞ্চাশোর্ধ্ব লোকের মৃত্যু প্রায় ৯০ শতাংশ। আমরা তাদেরকে আগে টিকা দেব।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আপনাদেরকে ধৈর্য্য ধরতে হবে। আগে বয়স্কদের টিকা দিতে হবে। তাদেরকে সুরক্ষিত করতে হবে। তার পরে আমরা পর্যায়ক্রমে সকলেই টিকা পাব।
আজ শনিবার (২৮ আগস্ট) দুপুর সাড়ে ৩টায় মানিকগঞ্জে জেলা ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, সবকিছু ঠিক থাকলে সামনের চার মাসের মধ্যে আমরা সাত কোটি মানুষকে করোনা টিকা দিতে সক্ষম হবো। তিনি জানান, টিকা পাওয়া নিয়ে যেসব চুক্তি হয়েছে সেগুলো যদি ঠিক সময় মতো চলে আসে তাহলে আমরা আগামী ডিসেম্বরের মধ্যে সাত কোটি লোককে টিকা দিতে সক্ষম হবো।
শোকসভা অনুষ্ঠানে জেলা ছাত্র লীগের সভাপতি সিফাত কৌরাইশী সুমনের সভাপতিত্বে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমূর রহমান দূর্জয়, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম ও জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক রাজেদুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন। শোক দিবসের আলোচনাসভা অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের সকল ইউনিটের নেতৃবৃন্দসহ যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।