বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : স্ট্রিমিং টেলিভিশনের বাজারে নতুন প্রোগ্রামিংয়ে আর্থিক সহায়তা প্রদানে মাসিক সাবস্ক্রিপশন ফি বাড়িয়েছে নেটফ্লিক্স। যুক্তরাষ্ট্র ও কানাডার ব্যবহারকারীদের জন্য এ ফি বাড়ানো হয়েছে বলে প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে। খবর রয়টার্স।
যুক্তরাষ্ট্রে ব্যবহারকারীর পছন্দের প্ল্যান অনুযায়ী প্রতি মাসের সাবস্ক্রিপশন ফি ১-২ ডলারে উন্নীত করা হয়েছে। একসঙ্গে দুটি স্ট্রিম চালানোর যে স্ট্যান্ডার্ড প্যাকেজ সেটির মাসিক ফি ১৩ দশমিক ৯৯ থেকে ১৫ দশমিক ৪৯ ডলারে উন্নীত করা হয়েছে। কানাডার ব্যবহারকারীদের জন্যও ফি বাড়ানো হয়েছে। দেশটিতে স্ট্যান্ডার্ড প্ল্যানের মূল্য ১৪ দশমিক ৯৯ কানাডিয়ান ডলার থেকে ১৬ দশমিক ৪৯ ডলারে উন্নীত করা হয়েছে।
২০২০ সালের অক্টোবরের পর প্রথমবারের মতো বাজার দুটিতে সাবস্ক্রিপশন ফি বাড়াল প্লাটফর্মটি। বিশেষ করে নতুন সাবস্ক্রাইবারদের জন্য এটি তাত্ক্ষণিক চালু করা হয়। পুরনো সাবস্ক্রাইবাররা তাদের মাসিক বিলের কপির সঙ্গে ফি বাড়ানোর বিষয়টি জানতে পারবেন।
গভীর রাতে মাহির মিষ্টি খাওয়ার বায়না
নেটফ্লিক্সের একজন মুখপাত্র জানান, বিনোদনের জন্য মানুষের কাছে এখন আগের তুলনায় আরো বেশি পন্থা রয়েছে, সে বিষয়ে আমরা অবগত। তবে গ্রাহকদের উন্নত অভিজ্ঞতা প্রদানে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
তিনি আরো বলেন, গ্রাহকদের আরো ভিন্ন ধরনের কনটেন্ট দেখার অভিজ্ঞতা প্রদানে আমরা আমাদের সাবস্ক্রিপশন ফি বাড়াচ্ছি। বরাবরের মতো গ্রাহক বা ব্যবহারকারীরা তাদের পছন্দ ও সামর্থ্য অনুযায়ী নির্ধারিত প্যাকেজ বাছাই করে নিতে পারবেন।
অনলাইনে বিনোদন প্রদানে ব্যবহারকারীদের আকৃষ্ট করতে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের চেষ্টা অব্যাহত রেখেছে। যার পরিপ্রেক্ষিতে বিশ্বের অন্যতম বৃহৎ স্ট্রিমিং পরিষেবা প্রতিষ্ঠানটি তুমুল প্রতিযোগিতার মধ্যে রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।