স্পোর্টস ডেস্ক: নরওয়েজিয়ান তরুন তুর্কি আর্লিং ব্রট হালান্ডকে ইতোমধ্যেই আগামী মৌসুমের জন্য দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার সিটি। কিন্তু তারপরেও আসন্ন গ্রীষ্মকালীণ দলবদলের বাজারে ব্যস্ত থেকে দলকে শক্তিশালী করার ব্যপারে আত্মবিশ্বাসী ইংলিশ চ্যাম্পিয়নরা।
বরুসিয়া ডর্টমুন্ড থেকে ২১ বছর বয়সী হালান্ডকে দলে ভেড়াতে ৬০ মিলিয়ন ইউরোর চুক্তি করেছে সিটি। আগামী ১ জুলাই থেকে ইতিহাদ স্টেডিয়ামের সাথে সম্পর্ক শুরু হবে হালান্ডের।
কিন্তু ক্লাবের ঘনিষ্ঠ এক সূত্রমতে জানা গেছে হালান্ডকে দলে নিয়েই সন্তুষ্ট থাকতে চায়না ইংলিশ জায়ান্টরা। ট্রান্সফার উইন্ডোতে আগামী মৌসুমের জন্য মিডফিল্ডার ও ফুল-ব্যাকদের জন্য চেষ্টা চালাবে বলে গুঞ্জন রয়েছে।
মৌসুমের শেষে অভিজ্ঞ মিডফিল্ডার ফার্নান্দিনহোর ব্রাজিলে ফিরে যাবার ঘোষনা ইতোমধ্যেই এসেছে। লেফট-ব্যাক বেঞ্জামিন মেন্ডি ধর্ষনের অভিযোগে এখনো ক্লাব থেকে নিষিদ্ধ রয়েছেন। পেপ গার্দিওলার প্রথম পছন্দ হিসেবে এখনো মূল দলে টিকে আছেন লেফট-ব্যাক ওলেকসান্দার জিনচেনকো। একটি সূত্র ইএসপিএনকে জানিয়েছে আর্সেনাল ও জুভেন্টাসের আগ্রহ থাকায় গাব্রিয়েল জেসুসকেও হারাতে পারে সিটি। আর সেটা হলে গার্দিওলা জেসুসকে আর আটকানোর চেষ্টা করবে না। হালান্ডের দলভূক্তিতে জেসুসের বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেছে। ২০২৩ সাল পর্যন্ত জেসুসের সাথে ক্লাবের চুক্তি থাকলেও সেটা আর নবায়ন করা হয়নি।
জানুয়ারিতে আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজকে রিভার প্লেট থেকে দলে ভিড়িয়েছে সিটি। গ্রীষ্মকালীন দলবদলের সময় জানা যাবে আগামী মৌসুমের প্রথমভাবে মূল দলের সাথে আলভারেজ থাকতে পারবেন কিনা।
তবে সকল আলোচনার অবসান ঘটিয়ে মিডফিল্ডার ইকে গুনডোগানকে দলে রেখে দেবার আশা করছে সিটি। একটি সূত্র জানিয়েছে ৩১ বছর বয়সী গুনডোগান নিজেও ক্লাব ছাড়তে খুব একটা আগ্রহী নয়। ২০২৩ সালের চুক্তি শেষ না হওয়া পর্যন্ত তিনি ইতিহাদ স্টেডিয়ামেই থাকবেন।
আগামী মৌসুমের শেষে রাহিম স্টার্লিংয়ের সাথেও সিটিজেনদের চুক্তির মেয়াদ শেষ হয় যাচ্ছে। গ্রীষ্ম মৌসুমেই স্টার্লিংয়ের সাথে এ ব্যপারে চূড়ান্ত আলোচনার ইঙ্গিত রয়েছে। ২৭ বছর বয়সী ইংলিশ এই ফরোয়ার্ড দীর্ঘ মেয়াদী চুক্তি সম্পন্ন করার আগে নিজেকে ক্লাবের পরিকল্পনায় কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে চান। ইতোমধ্যেই তাকে নিয়ে আর্সেনাল ও টটেনহ্যামের আগ্রহের খবর পাওয়া গেছে। তবে একটি সূত্র নিশ্চিত করেছে সিটি ছাড়লে হয়ত তাকে ইংল্যান্ডের বাইরে কোন লিগে দেখা যেতে পারে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।