লাইফস্টাইল ডেস্ক : প্রতিদিনই রোদের তেজ বাড়ছে। এর মধ্যেই সবাইকে বের হতে হচ্ছে কাজে। গ্রীষ্মের দিনে রোদ আটকাতে ছাতার বিকল্প নেই।
বিশেষজ্ঞদের মতে, যে কোনও রঙের ছাতাই রোদ আটকাতে একই রকম
ভাবে কার্যকর নয়। ছাতার রঙের ওপর অনেকটাই নির্ভর করছে, রোদ থেকে কতটা আড়ালে থাকবে ত্বক। কিন্তু কোন রঙের ছাতা গরমের মৌসুমে ব্যবহার করা সবচেয়ে উপকারী?
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, গরমে পছন্দের রঙের ছাতা ব্যবহার করে লাভ হয় না। যত বেশি হালকা হবে রঙ, ততই বেশি গায়ে লাগবে রোদ। কড়া রোদ থেকে নিজেকে আড়াল করতে হলে চাই গাঢ় রঙের ছাতা। সবচেয়ে ভাল হয় এ সময়ে কালো রঙের ছাতা ব্যবহার করলে। এই রঙ সূর্যের তাপ দূরে রাখতে সক্ষম। ক্ষতিকর সব রশ্মি আটকে দিতে পারে কালো ছাতা। হাতের কাছে যদি কালো ছাতা না পান, তা হলে অন্তত নীল বা বাদামি রঙের ছাতা ব্যবহার করুন।
খুব তাড়াতাড়ি চলে গেলেন, ব্যোমকেশবাবু! স্বস্তিকার সাত বছর আগের স্মৃতিতে সুশান্ত
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।