জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের রাউজানে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আজিজুল হককে গ্রেফতার করেছে র্যাব-৭। রবিবার (২৪ নভেম্বর) নগরের কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ জানায়, নগরের কোতোয়ালি থানার হোটেল সোনালীর সামনে রাউজান থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আজিজুল হক অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন বলেন, গ্রেফতার এড়াতে ২২ বছর চট্টগ্রাম জেলা ও নগরের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিলেন আজিজুল হক। তার বিরুদ্ধে রাউজান থানায় হত্যা, অস্ত্র, অপহরণ, চুরি এবং ডাকাতি সংশ্লিষ্ট ১২টি মামলার তথ্য পাওয়া গেছে।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেকে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বলে স্বীকার করেছেন শীর্ষ সন্ত্রাসী আজিজুল হক। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।