জুমবাংলা ডেস্ক : কুষ্টিয়া-রাজবাড়ী রেলরুটের গড়াই নদীর ওপরের রেল ব্রিজের স্লিপারে আগুন লাগার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল ৮টার সময় ব্রিজের স্লিপারে আগুনের ধোঁয়া দেখে স্থানীয়রা ‘৯৯৯’ এ ফোন দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়।
পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার মোহাম্মদ জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
কুমারখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হালিম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্লিপারের আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রেল ব্রিজের কাঠের স্লিপার অনেক পুরানো এবং তার ওপরে কাগজের কোনো টুকরো পড়ার কারণে হয়তো এ ঘটনা ঘটেছে।
এসময় রেল কর্তৃপক্ষ এ পথ দিয়ে সাময়িক রেল চলাচল বন্ধ রেখেছিলো।
ওসি খোন্দকার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, এটি দুর্ঘটনা নাকি নাশকতা সেটি খতিয়ে দেখছে রেলওয়ে পুলিশ। এর মধ্যে রেল পুলিশের দুটো টিম তদন্তে কাজ করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।