স্যামসাং ইতিমধ্যেই ‘এ’ সিরিজের গ্যালাক্সি ফোন দিয়ে বাজার কাঁপাচ্ছে । খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে স্যামসাং গ্যালাক্সির এ১৩ ৫জি মডেলটি। কোম্পানি থেকে জানানো হয়েছে, এই নতুন ফোনে ৪৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা থাকবে। কিন্তু, এই নতুন ফোন নিয়ে স্যামসাং এখনই খোলাখুলি কিছু বলেছে না। স্যামসাং ফোনপ্রেমীদের মত, Samsung Galaxy A13 5G নতুন দিয়ে বড় ধরণের চমক দিতে চাইছে সংস্থাটি।
স্যামসাং গ্যালাক্সি এ১৩ ৫জি লঞ্চ হতে পারে চলতি বছরের একদম শেষ পর্যায়ে। শোনা যাচ্ছে, দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্টের ‘চিপেস্ট ৫জি স্মার্টফোন’ অর্থাৎ সবচেয়ে কম দামের স্মার্টফোন হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এ১৩ ৫জি ফোন। গত বছর অর্থাৎ ২০২০ সালে নভেম্বর মাসে লঞ্চ হয়েছিল গ্যালাক্সি এ১২ ফোনের ৪জি ভ্যারিয়েন্ট। তারই সাকসেসর মডেল হিসেবে আসতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এ১৩ ৫জি ফোন। শোনা যাচ্ছে, Samsung Galaxy A13 5G ফোনের দাম হতে পারে EUR ২০০- র কম, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৭,৩০০ টাকা। এত কম দামে ৫জি স্মার্টফোন পাওয়া গেলে সত্যিই এই মডেল স্যামসাংয়ের ‘চিপেস্ট ৫জি স্মার্টফোন’ হবে। বিশ্বজুড়ে ক্রমশ ৫জি ফোনের চাহিদা আবড়ছে। আর তাই ক্রেতাদের কথা মাথায় রেখে কম দামে ৫জি ফোন নির্মাণের চেষ্টা চালাচ্ছে রিয়েলমি, শাওমি ও অন্যান্য আরও অনেক সংস্থা। সেই দলেই এবার নাম জুড়ল স্যামসাংয়ের।
Galaxy Club- এর রিপোর্ট অনুসারে গ্যালাক্সি ‘এ’ সিরিজের একটি স্মার্টফোন নিয়ে আপাতত কাজ করছেন স্যামসাং কর্তৃপক্ষ। সম্ভবত Samsung Galaxy A13 5G ফোনই স্যামসাং গ্যালাক্সি এ১৩ হতে চলেছে। এর মডেল নম্বর AM-A136B এবং থাকবে ৫জি সাপোর্ট। অনুমান, যেহেতু ২০২০ সালের নভেম্বর মাসে গ্যালাক্সি এ১২ লঞ্চ হয়েছিল, তাই হয়তো গ্যালাক্সি এ১৩ ৫জি ফোনও চলতি বছর অর্থাৎ ২০২১ সালের নভেম্বরেই হতে পারে। যদিও স্যামসাং কর্তৃপক্ষ এখনও তাদের ‘চিপেস্ট ৫জি ফোন’ প্রসঙ্গে কোন তথ্যই ঘোষণা করেননি।
বর্তমানে ভারতে স্যামসাংয়ের ‘চিপেস্ট ৫জি ফোন’ গ্যালাক্সি এ২২ মডেল। জুলাই মাসে ভারতে লঞ্চ হয়েছে এই ফোন। স্যামসাং গ্যালাক্সি এ২২ ৫জি ফোনের দাম শুরু হচ্ছে ১৯,৯৯৯ টাকা থেকে। এই ফোনে রয়েছে অক্টা-কোর MediaTek Dimensity ৭০০ প্রসেসর এবং ৯০Hz রিফ্রেশ রেটের ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস Infinity-V ডিসপ্লে। এই ফোনে রয়েছে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। স্যামসাং গ্যালাক্সি এ২২ ৫জি ফোনের ব্যাটারি ৫০০০mAh। তার সঙ্গে থাকতে পারে ১৫W ফাস্ট চার্জিং সাপোর্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।