Advertisement
জিম্বাবুয়েতে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার বসতবাড়ির ওপর বিধ্বস্ত হয়েছে। এতে এক শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দু’জন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার ঘটনাটি ঘটেছে। জিম্বাবুয়ের বিমান বাহিনী এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।
জিম্বাবুয়ের রাজধানী হারারে থেকে ৩০ কিলোমিটার পূর্বদিকে অবস্থিত আর্কতুরাস নামক একটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মূলত প্রশিক্ষণের সময় এই ঘটনা ঘটে।
যে ঘরের ওপর আগুস্তা বেল এবি-১২ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে সেই ঘরের একজন শিশু নিহত হয়। তার সঙ্গে হেলিকপ্টারে থাকা ৩ জন ক্রু নিহত হন।
জিম্বাবুয়েতে এর আগে গত বছরের নভেম্বরে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় বিমান বাহিনীর একজন ইনস্ট্রাকটর ও প্রশিক্ষণার্থী পাইলট নিহত হয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।