লাইফস্টাইল ডেস্ক: চুলে পড়ার সমস্যায় ভোগেন না এমন মানুষের সংখ্যা নিতান্তই কম। খাবারে ভেজাল ও প্রয়োজনীয় পুষ্টির অভাবে চুল ভাঙা ও পড়ার সমস্যা তৈরি হয়। এ ছাড়া চুলের বৃদ্ধিও বাধাপ্রাপ্ত হয়।
চুল পড়া বন্ধ করতে পারেন ঘরোয়া উপায়ে। আসুন জেনে নিই কী করবেন?
অলিভ অয়েল
অলিভ অয়েল গরম করে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ম্যাসাজ করার পর তোয়ালে গরম পানিতে ডুবিয়ে চুল জড়িয়ে রাখুন। ১৫ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।
দই ও মধু
দই ও মধুর মিশ্রণে চুল পড়া বন্ধ হবে। আধাকাপ দইয়ের সঙ্গে ৩ টেবিল চামচ মধু ও একটি ডিমের কুসুম মিশিয়ে নিন। এবার প্যাকটি চুলে লাগান। ৩০ মিনিট পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।
মেথি ও নারিকেল তেল
মেথি ও নারিকেল তেল ব্যবহারে চুলের গোড়া মজবুত হয়। মেথি সারারাত পানিতে ভিজিয়ে বেটে নারিকেল তেল মিশিয়ে চুলে লাগান। ৪০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন
তথ্যসূত্র: রিডার্স ডাইজেস্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।