লাইফস্টাইল ডেস্ক : ঘাড় বা গলার যেকোনো দাগ দূর করতেই একটু ধৈর্য ধরে যত্ন নিতে হবে। একবার কোনো প্যাক মেখেই দাগ চলে যাবে এটা ভাবা ঠিক নয়।
নিয়মিত যত্ন নিয়ে, দাগহীন ত্বকে সুন্দর পেতে যা করতে হবে:
হলুদ
হাতের কনুই ও পায়ের হাটুর বসে যাওয়া শক্ত কালো দাগ দূর করতে হলুদের জুড়ি নেই। এক টেবিল চামচ মধুর সঙ্গে হলুদের গুঁড়া মিশিয়ে প্যাক হিসেবে সপ্তাহে তিন দিন ব্যবহার করুন। শুকিয়ে গেলে ঘষে ঘষে তুলে পানি দিয়ে ধুয়ে নিন।
টমেটোর প্যাক
ব্রণের দাগ দূর করতে একটি পাকা টমেটোর রস, শশার রসের সাথে মিশিয়ে নিন। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩ বার এই প্যাকটি লাগান।
কোন আঙ্গুর বেশি উপকারী? কালো নাকি সবুজ?
বেকিং সোডা
গলা-ঘাড়ের কালো দাগ দূর করতে ২ টেবিল চামচ বেকিং সোডা ও সামান্য পানি মিশিয়ে তিন মিনিট ঘষুন এবং শুকানোর জন্য কয়েক মিনিট অপেক্ষা করুন। এরপর ধুয়ে ময়েশ্চারাইজার ক্রিম বা অলিভ অয়েল লাগিয়ে নিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।