Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home ঘিবলি ছবি বানিয়ে ঝুঁকিতে পড়ছেন কি
    বিজ্ঞান ও প্রযুক্তি বিনোদন

    ঘিবলি ছবি বানিয়ে ঝুঁকিতে পড়ছেন কি

    April 5, 20255 Mins Read

    জুমবাংলা ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ট্রেন্ড ‘ঘিবলি’। ফেসবুক, ইনস্টাগ্রাম খুললেই ভেসে বেড়ায় আপনার পরিচিত মুখের বা বন্ধুর ‘কার্টুন অবতার’। নিজের ফ্রেন্ডলিস্টে বন্ধুরা থেকে শুরু করে জনপ্রিয় তারকা, মেসি থেকে শুরু করে ডোনাল্ড ট্রাম্প, এই ছবি থেকে বাদ যাচ্ছেন না কেউ।

    স্টুডিও ঘিবলি স্টাইল ছবিতে নিজেকে রূপান্তর করতে গিয়ে হয়তো অনেকেই আনন্দ পাচ্ছেন। চ্যাটজিপিটি আর গ্রক থ্রি দিয়ে এভাবে তৈরি করা ছবি সবাইকে মুগ্ধ করছে। কিন্তু আদতে বিষয়টা কী? কোথা থেকে এল এমন বিদঘুটে নাম? এ নামের অর্থই-বা কী? কেন এবং কীভাবে জনপ্রিয়তা পেল এই ‘ঘিবলি শিল্প’? কতটা উপকারী বা ঝুঁকিপূর্ণ এই ছবি বানানো?

    গত সপ্তাহে ওপেনএআই চ্যাটজিপিটি ফোর ও ইমেজ জেনারেশন মডেল চালু করে। এর স্টুডিও ঘিবলি স্টাইলের ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।

    গত ১ এপ্রিল ওপেন এআইয়ের সিইও স্যাম অল্টম্যান বলেন, মাত্র এক ঘণ্টায় ১০ লাখ নতুন ব্যবহারকারী যোগ হয়েছে। এই ট্রেন্ড ইন্টারনেটে ঝড় তুলেছে। সোশ্যাল মিডিয়া এখন ঘিবলি-স্টাইলের ছবিতে ভরে গেছে। কিন্তু এর পেছনে লুকিয়ে রয়েছে ভয়াবহ নিরাপত্তাঝুঁকি। বর্তমানে এই ঝুঁকি নিয়ে ভাবতে হবে বলে জানান তিনি।

    প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনে লুকিয়ে আছে নিরাপত্তাঝুঁকি। এই ইমেজ জেনারেটর ব্যক্তিগত ডেটা সংগ্রহের জন্য ব্যবহার হতে পারে। এটা পরিচয় নিশ্চিতকরণে সমস্যা তৈরি করতে পারে।

    ঘিবলি কী?

    ঘিবলি একটি অ্যানিমেশন স্টুডিওর নাম। ১৯৮৫ সালে জাপানের টোকিওতে এর জন্ম। জাপানের কিংবদন্তি অ্যানিমে নির্মাতা হায়াও মিয়াজাকি। ‘স্পিরিটেড অ্যাওয়ে’ কিংবা ‘মাই নেবার টটোরো’—হায়াও মিয়াজাকির হাতে গড়া স্টুডিও ঘিবলির এসব অ্যানিমেশন বিশ্বের অগণিত দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে।

    উজ্জ্বল জলরং অথবা অ্যাক্রেলিক রং দিয়ে হাতে আঁকা হতো ওই স্টুডিওর সব অ্যানিমেশন। খামখেয়ালি কল্পনায় আঁকা সেসব ছবি থেকে ফুটে বের হতো অজানা সুখানুভূতি। সম্ভবত সেই বিষয়টিই দর্শকদের মন টানে। জাপানের ওই অ্যানিমেশনের জনপ্রিয়তা জাপানের গণ্ডি পেরিয়ে পৌঁছায় আন্তর্জাতিক দুনিয়ায়। ওয়াল্ট ডিজনি অংশীদারির প্রস্তাব দেয় ঘিবলি স্টুডিওকে। এরপরই কার্টুন বিশ্বে ছড়িয়ে পড়ে ঘিবলি।

    ঘিবলির ট্রেন্ড

    ওপেন এআইয়ের চ্যাটজিপিটিতে ব্যবহারকারীরা দেখতে পান, তারা তাদের ছবি ঘিবলি অ্যানিমেশনে বদলে নিতে পারছেন। বিষয়টি জানার পরই চ্যাটজিপিটির নতুন সুবিধাটি নিয়ে হইচই পড়ে যায়।

    ওপেন এআইয়ের সিইও স্যাম অল্টম্যান জানিয়েছেন, চ্যাটজিপিটির জনপ্রিয়তা বৃদ্ধি করতে নানা রকম ভাবনাচিন্তা করছিলেন তারা। সেই সময়েই ঘিবলি আর্টের কথা তাদের মাথায় আসে। ওই প্রযুক্তি প্রকাশ্যে আনার পরেই চাহিদা তুঙ্গে ওঠে চ্যাটজিপিটির।

    অল্টম্যানের কথায়, ‘ঘিবলি ছবির চাহিদা সামাল দিতে গিয়ে চ্যাটজিপিটির গ্রাফিক প্রসেসিং ইউনিটের এখন-তখন দশা। তবে যে উদ্দেশ্য নিয়ে এটি করা হয়েছিল, তা যে সফল হয়েছে, তাতে আমরা খুশি।’

    ঘিবলির জনপ্রিয়তা

    ঘিবলির জনপ্রিয়তা কতখানি, তার একটি হিসাব দেখা গেছে। গত ৩৮ বছরে হাতেগোনা ২২টি ছবি তৈরি করেছে ঘিবলি স্টুডিও। টেলিভিশনের জন্য বানিয়েছে ৩টি ছবি। আর সেসব ছবির প্রতিটিই অ্যানিমেশন দুনিয়ায় আদৃত। জাপানের যে প্রথম দশটি ছবি আজও ব্যবসা দেয় এবং সর্বকালের সেরা ব্যবসা করেছে, তার মধ্যে চারটিই ঘিবলি স্টুডিওতে তৈরি। ঘিবলির ছবি অস্কার, গোল্ডেন বিয়ার, বাফতা, গোল্ডেন গ্লোব পুরস্কারও জিতেছে একাধিকবার। ২০২৪ সালের সেরা অ্যানিমেশন ছবির শিরোপা উঠেছে ঘিবলি স্টুডিওরই তৈরি ‘দ্য বয় অ্যান্ড দ্য হেরন’ ছবির মাথায়।

    ঘিবলির তৈরি ছবি ‘স্পিরিটেড অ্যাওয়ে’ হলো প্রথম ‘নন-ইংলিশ’ অ্যানিমেশন ছবি, যা মূল বিভাগে অস্কার জেতে। ২০২১ সালে ঘিবলির জনপ্রিয়তা দেখে টোকিওতে ঘিবলি মিউজিয়ামও তৈরি হয়। ঘিবলির দৌলতে মিয়াজাকি ২০২৪ সালে এশিয়ার ‘নোবেল প্রাইজ’ র্যামন ম্যাগসাইসাই পুরস্কারও পান।

    যেভাবে বানাবেন ঘিবলি ছবি

    * প্রথমে জিপিটির ফোরও টুল খুলতে হবে * ওপেনএআইয়ে চ্যাটজিপিটি প্রিমিয়াম ভার্সনে এই সুবিধা দেওয়া হয়েছে * যে ছবিটি ঘিবলি করবেন, সেটিকে টুলে আপলোড করতে হবে * তারপর লিখুন ঘিবলি অ্যানিমেশন স্টাইল * এরপর সেকেন্ড এআইয়ের মাধ্যমে দুর্দান্ত ইমেজ তৈরি করা যাবে * এরপর সেভ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন

    এ ছাড়া গুগ্ল জেমিনি, এক্সএআইয়ের তৈরি চ্যাটবট গ্রক, লিয়োনার্ডো এআই এবং প্লেগ্রাউন্ড এআই থেকে ঘিবলি স্টুডিও ব্যবহার করা যাচ্ছে।

    জালিয়াতি ও পরিচয়ের ঝুঁকি

    এআই টেক প্রাইভেসির সহ-প্রতিষ্ঠাতা লুইজা জারভস্কি এক্স-এ সতর্ক করে বলেছেন, এই ইমেজ জেনারেটর ব্যক্তিগত ডেটা সংগ্রহের জন্য ব্যবহার হতে পারে। এটা পরিচয় নিশ্চিতকরণে সমস্যা তৈরি করতে পারে।

    তিনি বলেন, এই ছবি দিয়ে জাল নথি বানানো যায়। আমি চ্যাটজিপিটি দিয়ে একটা জাল রেস্তোরাঁর বিল বানিয়েছি। আরও প্রম্পট দিয়ে এটাকে আরও বাস্তবসম্মত সম্ভব। ওপেনএআইয়ের মতো এআই ইমেজ জেনারেটর জাল প্রমাণ তৈরি করা সহজ, সস্তা আর সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে। খারাপ উদ্দেশ্য নিয়ে যে কেউ মিনিটের মধ্যে এটা বানাতে পারে।

    নিজেকে কীভাবে সুরক্ষিত রাখবেন

    প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, অজানা প্ল্যাটফর্মে ছবি আপলোডের আগে দুবার ভাবুন। যদি আপনি সময়ের সঙ্গে ঘিবলি ট্রেন্ড ফলো করতে চান, তাহলে এই কৌশলগুলো মানতে পারেন। সেগুলো হলো౼

    * হাই-রেজল্যুশনের ছবি দেবেন না, যা এআই ট্রেনিংয়ে ব্যবহার হতে পারে। * প্ল্যাটফর্মের গোপনীয়তা নীতি ভালোভাবে দেখুন। * এমন প্ল্যাটফর্ম বেছে নিন, যারা আপনার ডেটা সংরক্ষণ করে না। * অ্যাপ ডাউনলোড করলে ক্যামেরা ও গ্যালারির অ্যাক্সেস বন্ধ করুন। * রিভার্স ইমেজ সার্চ করে দেখুন আপনার ছবি অপব্যবহার হচ্ছে কি না। * এই নতুন ট্রেন্ডে যোগ দেওয়ার আগে গোপনীয়তার কথা মাথায় রাখুন। সতর্ক থাকলে মজাও করা যায়, ঝুঁকিও এড়ানো যায়।

    ঘিবলির সার্বিক বিষয়ে জানতে চাইলে সাইবার ৭১-এর পরিচালক আবদুল্লাহ আল জাবের কালবেলাকে বলেন, ঘিবলিতে আপাতত কোনো ঝুঁকি নেই। তবে অনেকেই প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিচ্ছে। এরপর শেয়ার করে অ্যাকাউন্ট ব্যবহার করছে। তখন নিরাপত্তা ইস্যু দেখা দেয়। কেউ একটা ছবি আপলোড দিল, আবার অন্য একজন বন্ধুকে সেটা শেয়ার করে। তখন দেখা গেল আপনি প্রিয়জনের সঙ্গে একটা ছবি ক্রিয়েট করলেন, তিনিও সেটা সেখান থেকে পেয়ে যাচ্ছেন। এতে তিনি এআই দিয়ে ডিফরেন্ট কিংবা অ্যাডাল্ট কোনো কন্টেন্ট তৈরি করতে পারলেন।

    তিনি বলেন, অনেকেই বিভিন্ন পেজে চ্যাটজিটিপির প্রিমিয়াম অ্যাকাউন্ট বিক্রি শুরু করেছে। সেটাতে রিক্স আছে। এ ছাড়া ইনজেনারেল কোনো রিস্ক নেই। যাকে অ্যাকাউন্ট অ্যাকসেস দেওয়া হচ্ছে, তিনি চাইলে সব দেখতে পারবেন। অনেকে স্বামী-স্ত্রীর ছবি, বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ডের ছবি বা পার্সোনাল ছবি কনভার্ট করছে। এতে এটা মিস ইউজ হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে।

    সতর্ক থাকার পরামর্শ দিয়ে আবদুল্লাহ আল জাবের বলেন, যেসব পেজে প্রিমিয়াম রেন্ডমলি সেল করা হচ্ছে, এগুলো আনঅথরাইজড। দেখা যাচ্ছে একটা অ্যাকাউন্ট ১০-১২ জনকে সেল করা হচ্ছে। এখানে সবাই কিন্তু অপরিচিত সবাই সবার প্রোফাইল দেখতে পারছে। এখানেই ঝুঁকিটা বেশি।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘ও ‘ঘিবলি কি ছবি ঝুঁকিতে পড়ছেন প্রযুক্তি বানিয়ে বিজ্ঞান বিনোদন
    Related Posts
    iQOO Z9x 5G

    iQOO Z9x 5G : 6000mAh ব্যাটারি ও 5G কানেক্টিভিটিসহ সেরা ফিচারের স্মার্টফোন

    May 18, 2025
    ওয়েব সিরিজ

    উল্লুর নতুন ওয়েব সিরিজে রোমান্স ও সাসপেন্সের মিশেল!

    May 18, 2025
    ওয়েব সিরিজ

    রোমান্স ও নাটকীয়তায় ভরপুর ‘Sursuri-Li Part 3’, না দেখলে চরম মিস!

    May 18, 2025
    সর্বশেষ সংবাদ
    Google Pixel Buds Pro
    Hisense E7K Pro QLED TV: Price in Bangladesh & India with Full Specifications
    এডিপি অনুমোদন
    ২ লাখ ৩০ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন
    Tecno Megabook T1
    Tecno Megabook T1: Price in Bangladesh & India with Full Specifications
    Vivo X100 Pro
    Vivo X100 Pro: Price in Bangladesh & India with Full Specifications
    জাতীয় সনদের
    দ্রুতই জাতীয় সনদের দিকে এগোতে চায় ঐকমত্য কমিশন : আলী রীয়াজ
    Oppo Find X7 Pro
    Oppo Find X7 Pro: Price in Bangladesh & India with Full Specifications
    ইশরাকের
    ইশরাকের শপথ ইস্যুতে যা জানাল স্থানীয় সরকার মন্ত্রণালয়
    iQOO Z9x 5G
    iQOO Z9x 5G : 6000mAh ব্যাটারি ও 5G কানেক্টিভিটিসহ সেরা ফিচারের স্মার্টফোন
    OnePlus 12
    OnePlus 12: Price in Bangladesh & India with Full Specifications
    Realme C65
    Realme C65: Price in Bangladesh & India with Full Specifications
    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.