জুমবাংলা ডেস্ক : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ঘুমান্ত অবস্থায় দুর্বৃত্তের গুলিতে জেএসএস (সংস্কার) দলের দুর্ধব চাকমা (৪৫) নামে এক কর্মী নিহত হয়েছে। এসময় নিহতের স্ত্রী গুলিবিদ্ধ হয়েছে। বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা গেছে, বুধবার রাতে নিহত দূর্ধব চাকমা ও তার পরিবার উপজেলার রূপকারি এলাকায় নিজ বাসায় ঘুমিয়ে ছিল। এমন সময় মুখোশ পরিহিত সশস্ত্র সন্ত্রাসীরা তার বাড়িতে অতর্কিতভাবে গুলিবর্ষণ করলে ঘটনাস্থলে দূর্ধব চাকমা নিহত হয়। এসময় তার স্ত্রীও গুলিবিদ্ধ হয়। ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং নিরাপত্তা বাহিনী পুরো এলাকায় ঘিরে রেখেছে বলে জানা গেছে।
এ বিষয়ে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মঞ্জুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।