জুমবাংলা ডেস্ক : পরকীয়া সন্দেহ থেকে কলহের জেরে শুক্রবার ভোর চারটাযর দিকে রাজধানীর মোহাম্মদপুরে গভীর রাতে স্বামীর বিশেষ অঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। পরে গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগী বিদেশ ফেরত স্বামীকে উদ্ধার করে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই গৃহবধূকে গ্রেফতার করেছে পুলিশ।
এ খবর নিশ্চিত করে মোহাম্মদপুর থানার এসআই আব্দুর রশিদ সরকার জানান, ভোররাতে ঘুমের ঘরে এন্টিকাটার দিয়ে স্বামীর বিশেষ অঙ্গ কর্তন করেন স্ত্রী। তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যায়। সেখানে তার চিকিৎসা চলছে। এ ঘটনায় আহতের বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা করেছেন। সেই মামলায় অভিযুক্ত গৃহবধূকে গ্রেফতার দেখানো হয়।
রশিদ সরকার আরও বলেন, ওই ব্যক্তি দীর্ঘদিন বিদেশে থাকার পর এক বছর আগে দেশে আসেন। দেশে আসার পর তিনি এক নারীর সঙ্গে পরকীয়া জড়িয়ে পড়েন। এরপর বিষয়টি তার স্ত্রী জানতে পেরে গভীর রাতে স্বামীর বিশেষ অঙ্গ কর্তন করেন। স্বামী-স্ত্রী দু’জনই বর্তমানে গার্মেন্টসে চাকরি করেন। তাদের দু’জনের একটি মেয়ে সন্তান রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।