স্পোর্টস ডেস্ক : মোহাম্মদ নাঈম নামে বাগেরহাটের এক ক্রিকেটারের কাছ থেকে ঘুষ দাবি করেছে বিসিবির এক কোচ। খোদ বিসিবিতেই এমন অভিযোগ জানান ওই ক্রিকেটার। অভিযোগের পর হামলার শিকারের কথাও জানান তিনি। এই ক্রিকেটার বাগেরহাটের বয়সভিত্তিক জেলা দলে খেলে থাকেন।
নাঈম জানান, বাগেরহাটের বয়সভিত্তিক দলে সুযোগ দেওয়ার ক্ষেত্রে তার কাছে ৩০ হাজার টাকা ঘুষ দাবি করেন বাগেরহাটের কোচ আবু তাহের। এ বিষয়ে নাঈম অভিযোগ জানান বিসিবিতে। তারই ধারাবাহিকতায় শুনানিতে ডাকা হয় অভিযুক্ত কোচ ও অভিযোগকারী ক্রিকেটারকে।
তবে শুনানিতে আসার জন্য বাসে ওঠার সময় নাঈমের ওপর হামলা করা হয়। তার ধারণা, হামলাকারীরা কোচের পক্ষের লোক। তিনি বলেন, ‘যখন গাড়িতে উঠেছি তখন আমার ওপর আক্রমণ করা হয়। আমি ক্লিয়ারলি বলতে পারছি না তার লোক কি না। কিন্তু বাগেরহাটের বেশ কয়েকজনের নাম বলেছে। মানে উনার লোক এমনটা বলেছে।’
এর আগে ফোন করে তাকে অভিযোগ না করার অনুরোধ করেছিলেন ঐ কোচ, জানান নাঈম।
অভিযোগের বিষয়ে নাঈমের ভাষ্য, ‘আমার অভিযোগটা ছিল বাগেরহাটের কোচ আমার কাছে ৩০ হাজার টাকা চেয়েছিল। সেটা আমি বোর্ডকে মেইল করে জানাই। বোর্ডকে সম্পূর্ণ ব্যাপারটা বিস্তারিত জানাই। ম্যাচের ব্যাপারে, কীভাবে ম্যাচ হয় আর কীভাবে খেলোয়াড়দের নেওয়া হয়। অনুশীলন ম্যাচে যারা ভালো করবে তারাই দলে থাকবে।’
শুনানি শেষে বোর্ড বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছে। বিসিবি পরিচালক ওবেদ নিজাম বলেন, ‘আমরা এ ব্যাপারে একটি শুনানি করেছি। অভিযোগ সত্য প্রমাণিত হলে আমরা কোচকে ছাড় দেব না। তবে বিষয়টি তদন্ত করতে সময় লাগবে।’
৩ ফেব্রুয়ারি অনূর্ধ্ব-১৬ বাগেরহাট জেলা দল নির্বাচন করা হয়েছে। ক্যাম্পে থাকলেও চূড়ান্ত দল থেকে বাদ পড়ে নাঈম।
কোচ আবু তাহের অবশ্য নাঈমের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমার সঙ্গে এ ধরনের কোনও কথা হয়নি। দল নির্বাচনে ভুল হতে পারে। তবে আমি কখনো কারও কাছে টাকা চাইনি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।