জুমবাংলা ডেস্ক: ঘূর্ণিঝড় নিয়ে মানুষের উদ্বেগ আর কৌতুহল সেই প্রাচীনকাল থেকে। কারণ, এটি আবহাওয়ার একটি স্বাভাবিক প্রক্রিয়া হলেও, উপকূলে পৌঁছালে বড় দুর্যোগের কারণ হয়ে উঠতে পারে।
ব্রিটানিয়া ডটকম ওয়েবসাইটের হিসাব বলছে, গড়ে পৃথিবীতে প্রতি বছর প্রায় ৮০টি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। যার বেশিরভাগ সাগরেই মিলিয়ে যায়। অল্প কিছু ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হানে।
ঘূর্ণিঝড়ের গঠন, চরিত্র, শক্তি, চাপসহ নানা বিষয় এর তীব্রতা নির্ধারণে বড় ভূমিকা রাখে এবং সেসব হিসাব করেই জানা যায়, সামুদ্রিক ঝড়ের কোনটি উপকূলের দিকে ধেয়ে আসবে।
সাধারণত সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রাই হলো ঘূর্ণিঝড় সৃষ্টির মূল নিয়ামক। ১০ থেকে ৪৫ কিলোমিটার ব্যাসার্ধের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ৮০ ডিগ্রি ফারেনহাইটের বেশি হলেই ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে।
তবে এখানে বলে রাখা ভালো, শুধু সমুদ্রপৃষ্ঠই নয়, তাপমাত্রা পানির ৫০ মিটার নিচ পর্যন্ত বৃদ্ধি পেলে বাষ্প তৈরির জন্য উপযুক্ত পরিবেশ হিসাবে ধরা হয়ে থাকে।
এই তাপমাত্রায় সমুদ্রের পানি বাষ্প হতে থাকে। এসব বাষ্প ক্রমাগত উপরে উঠতে শুরু করে। সেই সঙ্গে তৈরি করতে থাকতে স্যাঁতস্যাঁতে বাতাস। এই দুইয়ের যোগে তৈরি হয় মেঘ।
সমুদ্রপৃষ্ঠ থেকে যখন বাষ্প উপরে উঠতে শুরু করে তখন বায়ুর চাপ ব্যাপকভাবে কমে যায়। আর এটিকেই নিম্নচাপ বলা হয়। শুরু হয় ঘূর্ণিঝড়ের প্রক্রিয়া।
সমুদ্রপৃষ্ঠের নিম্নচাপ এলাকা বায়ূশূণ্য হয়ে পড়লে, আশপাশ থেকে বায়ু সেই শূণ্যতা পূরণের জন্য ছুটে যায়। তখনই তৈরি হয় একটি ঘূর্ণাবর্ত।
সব ঘূর্ণাবর্তের একটি কেন্দ্র তৈরি হয়, যেটিকে ঘূর্ণিঝড়ের চোখ বলে। এই ঘূর্ণি উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে ঘুরতে থাকে।
চারদিকের বাতাসে যত মেঘ, যত আর্দ্রতা আছে সব এসে, পড়িমরি করে জড়ো হতে শুরু করে আর তৈরি হতে থাকে ভয়ংকর এক ঝড়- ঘূর্ণিঝড়।
পানির তাপমাত্রা যত বেশি হয় এবং এই নিম্নচাপ এলাকায় চাপ যত কম থাকে, ততই সম্ভাবনা বাড়তে থাকে আরো শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির।
ট্রপিক্যাল অঞ্চলের সমুদ্রে সৃষ্ট ঘূর্ণিঝড়ের ব্যাস সাধারণত একশ’ থেকে এক হাজার কিলোমিটার হয়ে থাকে। যা ঘূর্ণিঝড়গুলোর মধ্যে সবচেয়ে ছোট আকারের হয়ে থাকে।।
আর নন-ট্রপিক্যাল অঞ্চলের ঘূর্ণিঝড়ের ব্যাস হয়ে থাকে এক হাজার থেকে চার হাজার কিলোমিটার হয়ে থাকে। এটি শুধু অঙ্কে আনা গেলেও ব্যাপকতা বোঝা কঠিন।
ঘূর্ণিঝড়ের এই ব্যাসের মধ্যে ও আশপাশে থাকা এলাকা বিক্ষুব্ধ হয়ে উঠে গোলোযোগের সৃষ্টি করে। ঘূর্ণাবর্ত ক্রমেই শক্তিশালী হয়ে ছুটতে শুরু করে। এ কারণেই একে ঘূর্ণিঝড় বলে।
ঘূর্ণিঝড়ের কেন্দ্রে যে বৃত্তাকার বলয় দেখা যায়, সেটিকে বলা হয় ‘চোখ’ বা আই। এর চারপাশে যে খুব শক্তিশালী বাতাসের বলয় তাকে বলা হয় ‘আই-ওয়াল’।
তবে এই চোখ উপকূলের যে অংশ দিয়ে অতিক্রম করে, তাদেরই মুখোমুখি হতে হয় দুর্যোগের। কারণ, সেই এলাকাকে দু’বার করে শক্তিশালী আই-ওয়ালের মুখোমুখি হতে হয়।
আই-ওয়াল বলয়ের পাশে সর্পিলাকার বিশাল যে কুণ্ডলী থাকে, সেগুলোকে বলে রেইনব্যান্ডস বা বৃষ্টির কুণ্ডলী। যা ঘূর্ণিঝড়ের সময় বৃষ্টির সবচেয়ে বড় কারণ।
অনেকের ধারণা ঘূর্ণিঝড়ের কেন্দ্রে ভয়ংকর অবস্থা থাকে, আসলে সেটি ঘূর্ণিঝড়ের সবচেয়ে শান্ত অংশ। যেখানে কোনো ঝড়ঝঞ্ঝার চিহ্নই থাকে না।
বাংলাদেশের বেশিরভাগ ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয় বঙ্গোপসাগরের আন্দামান দ্বীপপুঞ্জের কাছাকাছি। কোনটি শেষ পর্যন্ত উপকূলে আসবে সেটি নির্ভর করে ঘূর্ণির চরিত্রের উপর।
উৎপত্তিগতভাবে সব ঘূর্ণিঝড় একই রকমের হলেও পৃথিবীর একেক অঞ্চলের মানুষ এদেরকে একেক নামে ডাকে। আমাদের ভারত মহাসাগরীয় অঞ্চলে এদের নাম সাইক্লোন।
আবার আটলান্টিক মহাসাগরীয় এলাকার ঘূর্ণিঝড়কে বলা হয় হারিকেন। অন্যদিকে প্রশান্ত মহাসাগরীয় এলাকার ঘূর্ণিঝড়কে বলা হয়ে থাকে ‘টাইফুন’।
ভারত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়গুলো সাধারণত আটলান্টিক বেসিনের হারিকেন বা প্যাসিফিক বেসিনের টাইফুনগুলোর চেয়ে কিছুটা দুর্বল।
কিন্তু, বাংলাদেশের সমুদ্র তীরের আকৃতি ফানেল বা চোঙের মতো হওয়ায় প্রায়ই বঙ্গোপসাগরের তৈরি ঘূর্ণিঝড়গুলোর শিকার হয় বাংলাদেশ এবং ভারতের উপকূল।
এন্টার্কটিকায় প্রাচীন সভ্যতার চিহ্ন আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।