Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: আগামিকাল শুক্রবার রাত সাড়ে ৯টা থেকে পরের দিন শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনও বিমান ওঠানামা করবে না কলকাতা বিমানবন্দর থেকে।
‘এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম’ ফনী’র কারণে ওড়িশার ভুবনেশ্বর বিমানবন্দরে আজ বৃহস্পতিবার মধ্য রাত থেকেই সমস্ত ফ্লাইট বাতিল করে দেওয়া হয়েছে। তবে কবে ফের উড়ান চালু করা সম্ভব হবে, তা এখনও ঠিক হয়নি। সৈকত শহর পুরীর উপকূলে শুক্রবার দুপুরের দিকেই আছড়ে পড়ার সম্ভাবনা ঘুর্ণিঝড় ফণীর। কিন্তু বৃহস্পতিবার বিকাল থেকেই পুরীর আবহাওয়া খারাপ হতে শুরু করেছে। শুরু হয়েছে প্রবল বৃষ্টি। এই কারণেই ভুবনেশ্বর থেকে সমস্ত উড়ান বাতিল করা হয়েছে।
অন্য দিকে এ রাজ্যে ফণী প্রবেশ করতে পারে শুক্রবার মধ্যরাতের পর বা শনিবার ভোর রাতের দিকে। কিন্তু পুরী-ভুবনেশ্বরের মতো একই ভাবে কলকাতাতেও ফণী আসার আগেই আবহাওয়ার অবনতি হতে পারে। সেই কারণেই কলকাতা থেকেও শুক্রবার রাত থেকে সব উড়ান বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র: আনন্দবাজার পত্রিকা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।