জুমবাংলা ডেস্ক : নবমবারের মতো শেখ হাসিনাকে সভাপতি ও দ্বিতীয়বারের মতো ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২১তম জাতীয় কাউন্সিল থেকে দলের নতুন কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এবারের কমিটিতে পুরনো অনেক নেতাই নিজ নিজ স্থান ধরে রেখেছেন, কারও কারও আবার পদোন্নতি হয়েছে। তবে নতুন এই কমিটিতে রংপুর ও সিলেট বিভাগের নেতারা সবচেয়ে কম স্থান পেয়েছেন। তবে এবারের ঢাকা বিভাগের সর্বাধিক নেতা স্থান পেয়েছেন। এর পরেই রয়েছে চট্টগ্রামের অবস্থান।
শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের কাউন্সিল অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন কাউন্সিলের নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন। পরে নবনির্বাচিত সভাপতি শেখ হাসিনা বাকিদের নাম ঘোষণা করেন।
এ পর্যন্ত ঘোষিত কেন্দ্রীয় কমিটির নেতাদের মধ্যে রংপুর ও সিলেট বিভাগের একজন করে নেতা স্থান পেয়েছেন। এছাড়া খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের দুজন করে নেতা স্থান পেয়েছেন। তবে ঢাকা বিভাগের সর্বোচ্চ ১৯ জন, চট্টগ্রামের নয়জন ও রাজশাহীর তিনজন রয়েছেন।
রংপুর
সভাপতিমণ্ডলীর সদস্য: রমেশ চন্দ্র সেন (ঠাকুরগাঁও)
সিলেট
সভাপতিমণ্ডলীর সদস্য: নুরুল ইসলাম নাহিদ (সিলেট)
ময়মনসিংহ
সভাপতিমণ্ডলীর সদস্য: বেগম মতিয়া চৌধুরী (শেরপুর)
সংস্কৃতিবিষয়ক সম্পাদক: অসীম কুমার উকিল (নেত্রকোণা)
বরিশাল
সভাপতিমণ্ডলীর সদস্য: জাহাঙ্গীর কবির নানক (বরিশাল)
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ (বরিশাল)
খুলনা
সভাপতিমণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পীযুষ কান্তী ভট্টাচার্য (যশোর)
যুগ্ম সাধারণ সম্পাদক: মাহবুব-উল আলম হানিফ (কুষ্টিয়া)
রাজশাহী বিভাগ
সভাপতিমণ্ডলীর সদস্য: মোহাম্মদ নাসিম (সিরাজগঞ্জ)
সাংগঠনিক সম্পাদক: আবু সাঈদ আল মাহমুদ স্বপন (জয়পুরহাট)
স্বাস্থ্যবিষয়ক সম্পাদক: ডা. রোকেয়া সুলতানা (জয়পুরহাট)
সভাপতিমণ্ডলীর সদস্য: ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন (চট্টগ্রাম), অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু (কুমিল্লা)
যুগ্ম সাধারণ সম্পাদক: ডা. দীপু মনি (চাঁদপুর), ড. হাছান মাহমুদ চৌধুরী (চট্টগ্রাম)
সম্পাদকমণ্ডলী: ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী (চাঁদপুর), যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ (লক্ষ্মীপুর), বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রকৌশলী মো. আব্দুর সবুর (কুমিল্লা), দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া (চট্টগ্রাম) কৃষি ও সমবায় সম্পাদক: ফরিদুন্নাহার লাইলি (লক্ষ্মীপুর)
ঢাকা বিভাগ
সভাপতিমণ্ডলীর সদস্য: সৈয়দা সাজেদা চৌধুরী (ফরিদপুর), শেখ ফজলুল করিম সেলিম (গোপালগঞ্জ), কাজী জাফরউল্লাহ (ফরিদপুর), অ্যাডভোকেট সাহারা খাতুন (ঢাকা), ড. আব্দুর রাজ্জাক (টাঙ্গাইল), লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান (গোপালগঞ্জ), অ্যাডভোকেট আব্দুল মান্নান খান (ঢাকা), শাজাহান খান (মাদারীপুর) ও আব্দুর রহমান (ফরিদপুর)।
যুগ্ম সাধারণ সম্পাদক: বাহাউদ্দিন নাছিম (মাদারীপুর)।
সম্পাদকমণ্ডলীর: শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা (টাঙ্গাইল), বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন (মাদারীপুর), মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস (মুন্সিগঞ্জ), আইনবিষয়ক সম্পাদক নজিবুল্লাহ হিরু (ঢাকা), প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবাহান গোলাপ (মাদারীপুর), মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকী (গাজীপুর)।
সাংগঠনিক সম্পাদক: বি এম মোজাম্মেল হক (শরীয়তপুর), এস এম কামাল হোসেন (গোপালগঞ্জ) ও মির্জা আজম (জামালপুর)।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.