বিশ্ববাসীর কাছে তিনি পরিচিত ‘কিং অফ পপ’ নামে। উপস্থাপনায় অনেক ভিন্নতা আনতে পারতেন তিনি। তার গানের সাথে ছিল মনোমুগ্ধকর পারফরম্যান্স। তিনি সবসময় ব্যক্তিগত স্বতন্ত্রতা বজায় রেখেছেন। নানা কারণে আলোচিত সমালোচিত এই ব্যক্তিটির নাম মাইকেল জ্যাকসন।
মৃত্যুর এতদিন পরেও তার নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়। গুরুত্বের সঙ্গে তার অবদান স্মরণ করা হয়। তুমুল জনপ্রিয় এই ব্যক্তিত্ব নিয়ে বায়োপিক তৈরি করা হবে এ ধরনের কথা শোনা যাচ্ছিল। সাম্প্রতিক ঘোষণা করা হয়েছে ’মাইকেল’ নামক সিনেমার মুক্তির দিনক্ষণ।
১৯৫৮ সালের ২৯ আগস্ট যুক্তরাষ্ট্রের জন্মেছিলেন মাইকেল জ্যাকসন। পরিবারের অষ্টম সন্তান ছিলেন তিনি। মাত্র পাঁচ বছর বয়সে স্টেজে গান শুরু করেন তিনি। তবে তার খ্যাতি আসা শুরু করে সত্তরের দশকের শেষে এবং আশির দশকের শুরুর দিকে।
তার কয়েকটি অ্যালবাম পুরো বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছে। মাত্র ৫০ বছর বয়সে এ কিংবদন্তি মৃত্যুবরণ করেন। তবে তার গানে আজও বুদ হয়ে আছেন শ্রোতা ও দর্শকরা। কিংবদন্তী এ তারকার নানা গল্প দেখা যাবে সিনেমার পর্দায়।
প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছেন যে, এটি মাইকেল জ্যাকসনের শৈল্পিক জীবনের প্রতিচ্ছবি হতে যাচ্ছে। তিনি কীভাবে পপের রাজা হয়ে উঠলেন সে কাহিনী তুলে ধরা হবে। ব্যক্তিগত জীবন থেকে শিল্পকর্ম সবকিছুই রুপালী পর্দায় তুলে ধরা হবে।
জ্যাকসনের জীবনে যে সমস্ত বিষয় তর্ক বিতর্ক হয়ে উঠেছিল তাও তুলে ধরা হবে। এ বায়োপিক সিনেমার নাম রাখা হয়েছে মাইকেল। তার নিজের ভাই এ সিনেমায় অভিনয় করবেন। ইউনিভার্সাল পিকচারস এটি প্রযোজনার দায়িত্ব নিয়েছেন ।
মাইকেলের চরিত্রে তার ভাই কতটা মানানসই হয় তা নিয়েই বিতর্ক হচ্ছে। যুক্তির সাথে বলা হচ্ছে যে তার ভাই জাফার জ্যাকসন পুরোপুরি মাইকেলের মত কথা বলতে পারে এবং উপস্থাপনা করতে পারে। এ বছরের ২২ জানুয়ারি থেকে শুরু হবে মাইকেল সিনেমার শুটিং।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।