Advertisement
বিনোদন ডেস্ক : ‘মনপুরা’ নির্মাণ করে সারা দেশে সাড়া ফেলে দিয়েছিলেন জনপ্রিয় নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম। বক্স অফিসেও তোলপাড় ফেলেছিলো ছবিটি। প্রথম ছবি মুক্তির প্রায় দশ বছর পর ২০১৮ সালে দ্বিতীয় ছবি ‘স্বপ্নজাল’ নিয়ে আলোচনায় আসেন তিনি। এবার যাত্রা করলেন নিজের তৃতীয় ছবি ‘পাপ-পূণ্য’ নিয়ে!
গেল বছর মুক্তি পায় গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’, প্রশংসা পেলেও ব্যবসা করতে ব্যর্থ হয় ছবিটি। ‘মনপুরা’ নির্মাণের পর দ্বিতীয় ছবি করতে যে সময় নিয়েছেন এবার তা না করে তৃতীয় ছবি নির্মাণে শুটিংয়ে নামলেন সেলিম। সোমবার থেকে শুরু হলো ‘পাপ পূণ্য’র শুটিং।
সেলিম জানালেন, টানা ১৫ দিনের মতো শুটিং করবেন। প্রথম লটে শুটিংয়ে অংশ নিয়েছেন ‘মনপুরা’ খ্যাত অভিনেতা চঞ্চল চৌধুরী, চিত্রনায়ক সিয়াম ও আফাসানা মিমির মতো তারকারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।