অভিনেতা চঞ্চল চৌধুরীকে দেখেই জড়িয়ে ধরলেন মাশরাফি

চঞ্চল চৌধুরীকে দেখেই জড়িয়ে ধরলেন মাশরাফি

অভিনেতা চঞ্চল চৌধুরী ও ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। দুইজনেই দুই জগতের তারকা। কিন্তু তাদের মধ্যে ভালোবাসাটা কেমন সেটাই জানালেন চঞ্চল চৌধুরী নিজেই।

বিমানবন্দরে চঞ্চল চৌধুরীকে দেখেই জড়িয়ে ধরেছেন ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। মাশরাফির এমন ব্যবহারে বেশ আপ্লুত হাওয়া খ্যাত জনপ্রিয় অভিনেতা। পুরো বিষয়টি নিজের ফেসবুক হ্যান্ডেলে শেয়ার করেছেন তিনি।

চঞ্চল চৌধুরীকে দেখেই জড়িয়ে ধরলেন মাশরাফিমাশরাফির সঙ্গে চঞ্চল একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘এইতো সেদিন এয়ারপোর্টে হঠাৎ দেখা, ভাই আমার বলে জড়িয়ে ধরা…অনেক বেশি আপন করে নেয় এই মানুষটা… এই তো আমাদের ক্যাপটেন ম্যাশ, মাশরাফি বিন মুর্তজা।’

মাশরাফি ও চঞ্চল- নেটিজেনদের পছন্দের দুজন এক ফ্রেমে আর প্রতিক্রিয়া তৈরি হবে না তা তো হয় না। প্রচুর প্রতিক্রিয়ার পাশাপাশি নেটিজেনরা ভালোবাসার ইমোজি ব্যভার করেছেন। একইসঙ্গে অজস্র মন্তব্যে ভরে গেছে বাক্স।