চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন ১৮ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : আগামী ১৮ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

আজ (৪ জুলাই) চট্টগ্রামের দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।

আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলনের আগে সকল ইউনিটের অসমাপ্ত সম্মেলন সম্পন্ন করতে হবে। সম্মেলন অনুষ্ঠানের প্রস্তুতি ও উদ্যোগ গ্রহণের জন্য থানাভিত্তিক দায়িত্বপ্রাপ্ত মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নিয়ে যে কমিটি গঠন করা হয়েছে, তারা যদি সম্মেলন অনুষ্ঠানের ব্যাপারে ব্যর্থ হন তাহলে কমিটিগুলো বাতিল হিসেবে বিবেচিত হবে।

দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সারা দেশে তৃণমূল স্তরে নেতৃত্ব ঢেলে সাজানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।

চট্টগ্রাম মহানগরের অন্তর্গত ১৩২টি ইউনিটের মধ্যে ১০৫টি ইউনিটের সম্মেলন সম্পন্ন হয়েছে। ৪৪টি ওয়ার্ডের মধ্যে ১৫টি ওয়ার্ড এবং ১৫টি থানার মধ্যে ১ টি থানার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সভায় আগামী ২৫ জুলাইয়ের মধ্যে অবশিষ্ঠ ইউনিট সম্মেলন, ৩১ জুলাইয়ের মধ্যে ওয়ার্ড সম্মেলন এবং ১০ সেপ্টেম্বরের মধ্যে থানা সম্মেলন সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সভায় টিমওয়ার্কের মাধ্যমে সকলে মিলে গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের দৃঢ় সংকল্প ব্যক্ত করা হয়।

মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

সভা পরিচালনা করেন মহানগরের সাধারন সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন।

খাগড়াছড়িতে মংসেতুর ‘আম রাজত্ব’, বছরে আয় অর্ধকোটির বেশি