জুমবাংলা ডেস্ক : আগামী ১০মে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ” সফল করার লক্ষ্যে তিন মে শনিবার বিকাল নাসিমন ভবন প্রাঙ্গণে তিনটায় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সভার সভাপতি চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম বলেন, তারুণ্য নিয়ে ছাত্রদল আগামীর বাংলাদেশ গড়বে। তরুণ ও ছাত্র সমাজ রাজনৈতিক সচেতন হলে বাংলাদেশ হবে উন্নত বিশ্বের সম্ভাবনার বাংলাদেশ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তরুণ ছাত্র সমাজ কে রাজনৈতিক অধিকার সচেতন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
এ সময় সভার সঞ্চালক চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন বলেন, আগামীর বাংলাদেশ হবে তারুণ্য নির্ভর বাংলাদেশ, ছাত্র সমাজ কে রাজনৈতিক অধিকার সচেতন করার লক্ষ্যে ছাত্রদল কাজ করে যাচ্ছে। জুলাই আগষ্ট গণঅভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে সকল শ্রেণী পেশার মানুষ কে রাজনীতি সম্পর্কে সচেতন করে তুলা ছাত্রদলের দায়িত্ব। আমার প্রতিজ্ঞা করছি আগামীর বাংলাদেশ বৈষম্য হীন বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য জাতীয়তাবাদী ছাত্রদল অতীতের ন্যয় সব সময় সোচ্চার থাকবে।
সভায় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক যথাক্রমে তারিকুল ইসলাম তানভীর, সামিয়াত আমিন চৌধুরী জিসান, জিএম সালাহ উদ্দীন কাদের আসাদ, মাষ্টার আরিফ, আরিফুর রহমান মিঠু, সাব্বির আহমেদ, খন্দকার রাজিবুল হক বাপ্পি, মোহাম্মদ আনাছ, নুর জাফর নাঈম রাহুল, ফখরুল ইসলাম শাহীন, সদস্য যথাক্রমে শামসুদ্দীন শামশু, আবু কাউছার, আল মামুন সাদ্দাম,দেলোয়ার হোসেন শিশির, এনামুল হক, আবুল হাসনাত জুয়েল, আব্বাস উদ্দিন সহ বিভিন্ন থানা, কলেজ ও ওয়ার্ড় ছাত্রদল নেতৃবৃন্দ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।